৬ সদস্যের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির চিঠি
ওয়ান নিউজঃ নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বাছাইয়ের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি হচ্ছে এবার। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে চিঠি পাওয়ার পর সার সংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রি পরিষদ বিভাগ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি আজ মন্ত্রীপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠিটি এসেছে। সার্চ কমিটি গঠনে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পর আমরা আদেশ জারি করব।
এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে একজনকে পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার এবং আরো পাঁচজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.