৬ ইউপিতে চেয়ারম্যান পদে ৫০ জনের মনোনয়নপত্র দাখিল

পেকুয়া ইউপি নির্বাচন

রেজাউল করিম, পেকুয়া (কক্সবাজার)

আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১০০৭ টি ইউনিয়ন পরিষদে একই সাথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত কক্সবাজারের পেকুয়ার ৬ হউপিতে চেয়ারম্যান পদে ৫০ জন জনের মনোনয়নপত্র জমা পড়েছে । এছাড়াও সংরক্ষিত মহিলা পদে ৭৬ জন ও সাধারণ সদস্য পদে ২৮৫ জনসহ সর্বমোট ৪১১জন  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে পেকুয়া সদর ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত মহিলা পদে ১৯ জন ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৬৪জন, বারবাকিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা পদে ১৬ জন ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৫০ জন, মগনামা ইউপিতে চেয়ারম্যান পদে ১৩ জন,সংরক্ষিত মহিলা পদে ১৩ জন ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৪২জন, উজানটিয়া ইউপিতে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত মহিলা পদে ১০ জন ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৩৫ জন, রাজাখালী ইউপিতে চেয়ারম্যান পদে ৬জন, সংরক্ষিত মহিলা পদে ৯জন ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৫৪জন ও শিলখালী ইউপিতে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত মহিলা পদে ৯জন ও সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৪০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, ২৮ নভেম্বর তৃতীয় ধাপের অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে পেকুয়ার ৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে একমাত্র পেকুয়া সদর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলেও  তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ৪ নভেম্বর প্রার্থীদের যাচাই-বাছাইয়ের তারিখ। এদিন যাচাই-বাছাই এর পর প্রতীক বরাদ্দ দেয়া হবে। রাজনৈতিক দলের যেসব প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন তাঁদের প্রার্থীতা থাকলে দলীয় প্রতীকে তাঁরা নির্বাচনে লড়বেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.