৩৫ রানে নেই মাশরাফিদের ৬ উইকেট
ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেয়া ২৫২ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। পর পর ছয়উইকেট হারিয়ে চাপে পড়েছে মাশরাফিরা।
দলীয় ৩০ রানে তামিম আউট হওয়ার পর ৭৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন ইমরুল-সাব্বির।
এরপর দলীয় ১০৫ রানে সাব্বির আউট হওয়ার পর ১৪১রানের মধ্যে নেই মাশরাফিদের ৬ উইকেট। একে একে ফিরে গেছেন মাহমুদুল্লাহ ১, সাকিব ৭, মোসাদ্দেক ৩, ইমরুল ৫৯ ও তানভির ২ রানে। শেষ ৩৫রানে ছয় উইকেটের পতন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রান।নুরুল হাসান ১ ও মাশরাফি ব্যাট করছে। এর আগে ওপেনার তামিম ইকবাল ১৬, সাব্বির ৩৮ রান করে সাজঘরে ফেরেন।
এর আগে বৃহস্পতিবার নেলসনের সেক্সটন অভাল স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান তোলে কিউইরা। দলের পক্ষে সেঞ্চুরি হাকান নেল ব্রোম। ১০৭ বলে ৮টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ১০৯ রান করেন। এছাড়া লুক রঞ্চি ৩৫ ও লথাম ২২ রান করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে অধিনায়ক মাশরাফিক ৩টি, সাকিব ২টি, তাসকিন ২টি, শুভাশীষ রয় ১টি ও মোসাদ্দেক ১টি উইকেট নেন।
এর আগে সিরিজের প্রথম ওয়াডেতে হেরে স্বাগতিক নিউজিল্যান্ড ইতিমধ্যে ১-০তে এগিয়ে রয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.