১১ বিজিবি নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন মানবিক কর্মসূচিতে শোক দিবস পালন করেছে

আবদুর রশিদ ,নাইক্ষ্যংছড়িঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বাংলাদেশের মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে নাইক্ষ্যংড়িস্থ ১১ বিজিবি কতৃপক্ষ ।সোমবার (১৫ আগষ্ট) দিনব্যাপী কর্সূসূচির মধ্যে ছিলো ব্যাটালিয়নের সকল সদস্য কালো ব্যাচ পরিধান, বিজিবি সদস্যরা ফজরের নামাজের পর ইউনিট মসজিদ এবং প্রতিটি বিওপি/ক্যাম্প পর্যায়ে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন। এ ছাড়া ব্যাটালিয়ন কর্তৃক রিভ্যালি হতে রিট্রিট পর্যন্ত অফিস বিল্ডিং, কোয়ার্টার গার্ড এবং অধিনস্থ বিওপি/ক্যাম্পসমূহে জাতীয় পতাকা উত্তোলন। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূ্র্ণ এলাকায় ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় ১২০ জন গরীব দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, চিনি, তৈল, পিয়াজ, আলু ও এনার্জি বিস্কুট) বিতরণ করা হয়।

বিজিবি সূত্র আরো জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূ্র্ণ এলাকা চাকঢালা উচ্চ বিদ্যালয়ে ইউনিটের নিজস্ব ব্যবস্থাপনায় ২৫৫ জন অসুস্থ গরীব দুঃস্থদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন তারা।
চাক ঢালা এলাকার বাসিন্দা আমিনা বেগম (৬৯) জানান আমি দীর্ঘদিন যাবৎ হাঁটু ও বুকে ব্যথায় ভুগছি সকালে শুনলাম বিজিবি ফ্রী চিকিৎসা সেবা করা হচ্ছে আমি এসে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে আমি খুবই খুশি হয়েছি। নাইচা পে চাক (৬৭) বলেন আমি ক্ষেতে কাজ করতে গিয়ে মাজায় ব্যথা পেয়ে টাকার অভাবে চিকিৎসা নিতে পারিনি আজকে বিজিবির ফ্রী চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ পেয়েছি এবং খাদ্য সহায়তা পেয়ে আমি বিজিবির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আবুল হাসেম (৮১) সাংবাদিকদের জানান নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি সুখে দুঃখে অসহায় মানুষের পাশে থাকে মানবিক কাজে ১১ বিজিবি অনেক এগিয়ে তাই ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল রেজাউল করিম রেজা কে ধন্যবাদ জানান এছাড়া ব্যাটালিয়নের চিত্তবিনোদন কক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, ক্যাপ্টেন নূর ফয়সাল মেহমুদ, নায়েব সুবেদার সহকারী মোহাম্মদ নুরুল ইসলাম, সিপাহী মোঃ আনারুল ইসলাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শৈশব, কৈশর ও রাজনৈতিক জীবনের উপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। এছাড়াও বিওপি ও ক্যাম্প পর্যায়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জাতির পিতা কর্তৃক প্রদেয় ভাষণ ও আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র “চিরঞ্জিব বঙ্গবন্ধু” ও বাংলাদেশ রাইফেলস্ তথা বর্ডার গার্ড বাংলাদেশ এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদেয় ভাষণ ব্যাটালিয়ন সদরসহ অধিনস্থ বিওপি/ক্যাম্প পর্যায়ে প্রদর্শন করেন ১১ বিজিবি সদর ও সকল বিওপি।
সারা দিনের কর্মসূচিতে, কর্মসূচীতে কর্তব্যরত ব্যতীত সকল অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
আর এসব কর্মসূচি তত্বাবধান ও নির্দেশনায় ছিলেন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.