হোয়াইক্ষ্যং রেঞ্জ কর্মকর্তার উপর হামলায় আটক ১জন
কেটে ফেলেছে বনবিভাগের হাজারো চারা গাছ
মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফের হোয়াইক্ষ্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরীর উপর বনভুমি জবর দখলকাদিরে হামলা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৩আগস্ট)রুইক্ষ্যং পুটিবুনিয়া এলাকায় সুফল প্রকল্পের ৩৫ হেক্টর বাগান পদির্শনে গেলে ঐলাকার মৃত মোঃ হোসন এর পুত্র নুরুল হাসেম নেতৃত্বে এই হামরা চালায় বলে জানা গেছে। পরে তাকে বনভিাগ অযিান পরিচালান করে তাকে আটক করে বর্তমানে বনবিভাগের হেফাজতে রাখা হয়েছে বলে জানান। আগামী ১৪ আগস্ট (রবিবার) আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।
বনবিভাগ সূত্রে জানা যায় রুইক্ষ্যং পুটিবুনিয়া বলোকায় ২০২১-২০২২ সালের সুফল বনায়নের চারা কেটে অভিযুক্ত নুরুল হাসেম আম বাগান করছিল তাতে বনবিভাগ বাধা প্রদান করলে অতর্কিত হামলা চালিয়ে রেঞ্জ কর্মকর্তাকে আহত করা হয় বলে জানান।
হোয়াইক্ষ্যং রেঞ্জ কর্মকর্তা জহির উদ্দিন মোহাম্মদ মিনার চৌধুরীর জানান, ঐ লাকায় সুফল প্রকল্পের বনায়ন করা হয়েছে ।সেই বনায়নের ১হাজার চারা কেটে ফেলে নুরুল হাসেম আম বাগান করে বনবিভাগের জমি দখলে নিতে চেষ্টা করে তাতে আমি ও আমার সঙ্গীয় ফোর্স বাধা প্রদান করলে আমার উপর হামরা করে বসে। আমি আঘাতপ্রাপ্ত হলেও তাকে আটক করে রাখা হয়েছে । স্থানীয় পুলিশ ফাড়িতে হেফাজতে রাখার জন্য পাঠাওে সেখান থেকে টেকনাফ থানায় পাঠানোর কথা বরা হলে রাত গভীর হওয়ার কারণে বর্তমানে বনবিভাগেরহোয়াইক্ষ্যং রেঞ্জের দায়িত্বে আছে। আগামী (১৪আগস্ট) রবিবার সকালে আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.