হাশেমিয়া কামিল মাদ্রাসা ছাত্রলীগ শত নেতা কর্মী নিয়ে আওয়ামী লীগের সমাবেশে

বার্তা পরিবেশকঃ
কক্সবাজার জেলা আওয়ামীলীগের আয়োজিত শেখ কামা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সমাবেশে শত শত নেতা কর্মী নিয়ে মিছিল সহকারে যোগ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার হাশেমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসা শাখা।

গত বুধবার(৭নভেম্বর) সকাল থেকে এই সমাবেশ শুরু হয়। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে নেতা কর্মীরা উপস্থিত হতে থাকে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা।
হাশেমিয়া কামিল (অনার্স মাস্টার্স) মাদ্রাসা শাখা সভাপতি জামাল উদ্দিন জানান, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পর্যটন নগরী কক্সবাজারে এসেছেন। তিনি কক্সবাজারবাসির জন্য অনেক কিছু দিয়েছেন। আজকে কক্সবাজার বিশ্বের বুকে পরিচিত। বর্তমানে কক্সবাজারে যেসব মেঘা প্রকল্প চলমান তা শেষ হলে আমাদের কক্সবাজারের চিত্র পাল্টে যাবে।
সাধারন সম্পাদক খালেদ মাসুদ জানান, আমরা মিছিল সহকারে সমাবেশে যোগদান করেছি। সকল নেতা কর্মীরা উপস্থিত ছিল। আমরা আশাবাদী আগামীতেও আওয়ামী লীগ সরকার গঠন করবে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.