হরতালে সাংবাদিক নির্যাতনের অভিযোগ গ্রহণ

ওয়ান নিউজঃ রামপাল প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলা হরতালের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের রিপোর্টার ও ক্যামেরাপারসনের ওপর হামলা ও মারধরের ঘটনায় অভিযোগ গ্রহণ করেছে রমনা অপরাধ বিভাগ।ওই ঘটনায় অভিযুক্ত এএসআই এরশাদ ছাড়া অন্যদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে রমনা অপরাধ বিভাগ পুলিশের সংশ্লিষ্ট বিভাগকে চিঠি দিয়েছে।

অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলার হরতালের খবর সংগ্রহ করছিলেন দুই সংবাদকর্মী। হরতালের শেষ দিকে বেলা পৌনে দুইটার দিকে এক ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য।

ওই সময় ক্যামেরাপারসন আবদুল আলীম সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন পুলিশ সদস্য তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এরপর আলীমকে কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও রাইফেলের বাট দিয়ে পেটান। ক্যামেরা কেড়ে নেওয়ারও চেষ্টা চালান।

আলীমকে মারধর করতে দেখে ওই চ্যানেলের নিজস্ব প্রতিবেদক কাজী ইহসান বিন দিদার এগিয়ে যান। পুলিশ তাঁর ওপরও কিল, ঘুষি, চড়, থাপ্পড় ও রাইফেলের বাট দিয়ে হামলা চালায়। একপর্যায়ে তাঁদের দুজনকে কয়েকজন পুলিশ সদস্য মিলে লাথি মারতে মারতে, টেনেহিঁচড়ে শাহবাগ থানার নিয়ে যায়।

সুন্দরবনে রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গতকাল বৃহস্পতিবার তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির হরতাল চলাকালে এটিএন নিউজের ক্যামেরাপার্সন আব্দুল আলীম ও রিপোর্টার এহসান বিন দিদারকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশ।

এ ঘটনায় শাহবাগ থানার এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.