সড়কে বৈদ্যুতিক খুঁটি!

ঝুঁকি নিয়ে চলাচল!

রেজাউল করিম,পেকুয়া (কক্সবাজার)
সড়কের উপর বৈদ্যুতিক লাইনের প্রধান খুঁটি। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথযাত্রী ও যানবাহন চালকদের। প্রধান সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি থাকায় মূহুর্তের মধ্যেই ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা।

সরেজমিনে এমনি দৃশ্য দেখা মেলে কক্সবাজারের পেকুয়ার উপজেলার বরইতলি হতে মগনামা বানৌজা শেখ হাসিনা সড়কের চৌমুহনী,পেকুয়া বাজার, মাতববরপাড়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে।

তথ্য সংগ্রহে জানা গেছে, বরইতলি হতে পেকুয়া মগনামা বনৌজা শেখ হাসিনা সংযোগ সড়কের নির্মাণ কাজের ৬০ শতাংশ কাজ শেষ হওয়ার পরও বেশিরভাগ স্থানে সড়কের উপর থেকে সরানো হয়নি বৈদ্যুতিক খুঁটি। এই খুঁটিগুলো সরানোর কোন চিন্তাভাবনা নেই বল্লেই চলে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এতে করে চরম দূর্ভোগে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই সড়ক দিয়ে চলাচল করা যাত্রী ও গাড়ি চালকদের।

স্থানীয় অটোচালক আবুল কাশেম বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় চলাচল করতে হয়। সড়কের উপর বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে অনেক সময় অটোরিকশা নিয়ে যেতে কষ্টসাধ্য হয়ে যায়। দূর্ঘটনার ভয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সড়কের উপর থেকে এই বৈদ্যুতিক খুঁটি সরানো হলে আমাদের কষ্ট লাঘব হবে বলে মনে করছি।

পেকুয়া পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানায়, ইতিমধ্যে আমরা সড়কের বিভিন্ন স্থান থেকে অনেক খুঁটি সরিয়ে নিয়েছি। এই গুলো পুরাতন খুঁটি। সড়ক প্রসস্থকরণ হওয়ার কারণে এগুলো সড়কের মাঝে থেকে গেছে। সড়কের থেকে  এগুলো সরানোর কাজ চলমান রয়েছে।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.