স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ রূপালী ব্যাংক লিমিটেড কক্সবাজার অঞ্চলের সৌজন্যে কক্সবাজার সদর উপজেলা পরিষদের পাশ্ববর্তী আছিয়া খাতুন বাহরুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী,ঈদ উপহার ও করোনা সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়।

১০ মে সোমবার শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কক্সবাজার অঞ্চলের সভাপতি জসিম উদ্দিন জানান,, মানবিক দৃষ্টিকোন থেকে আমাদের এই আয়োজন,তিনি এমন জনহিতকর কাজে সকল অফিসারদের সহযোগিতা কামনা করেন।

স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ কক্সবাজার অঞ্চলের সাধারণ সম্পাদক সোহেল সরওয়ার বলেন,আমরা মানুষ,মানবতার তরে আমাদের এই আয়োজন,তাছাড়া সমাজের সকল স্থরের মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো। তাছাড়া তিনি কক্সবাজার অঞ্চলের সকল অফিসারদের সাথে নিয়ে জনকল্যাণ মূলক কাজের সাথে সম্পৃক্ত রেখে সংগঠন কে এগিয়ে নেওয়ার দৃড় অঙ্গিকার করেন।

এসময় কক্সবাজার অঞ্চলের নির্বাহী সদস্য রূপালী সদর কর্পোরেট শাখা কক্সবাজারের ব্যবস্থাপক জনাব এ এইচ এম আতাউর রহমান,রামু শাখার ব্যবস্থাপক জনাব আলী রেজা,সহ সভাপতি হেলালুর রশিদ সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক,প্রচার সম্পাদক রূবেল দাশ,ভ্রমন ও আপ্যায়ন সম্পাদক রূকন উদ্দীন তারেক সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.