প্রেস বিজ্ঞপ্তি
সম্প্রতি রামুতে সেলিম ও আনিসুল নাঈম প্যানেলে আমাদের ৫জনের নাম অন্তর্ভুক্ত করায় প্রতিবাদ জানাচ্ছি।
গত ১২ মে নীতিশ বড়ুয়াকে সভাপতি, সোয়েব সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে গঠিত রামু প্রেস ক্লাবের ৫ সদস্য এক বিববৃতিতে সম্প্রতি সংবাদপত্রে একটি কথিত সংগঠনে কমিটিতে নাম প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন- রামু প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সহ সভাপতি খালেদ হোসেন টাপু, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কার্যকরী সদস্য এম আবদুল্লাহ আল মামুন, সদস্য আহমদ ছৈয়দ ফরমান ও শওকত ইসলাম।
বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন- আমরা গত ১২ মে রামু প্রেস ক্লাবের সভায় উপস্থিত হয়ে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করি। আমরা এ কমিটি ছাড়া অন্য কোন সংগঠন বা প্রেস ক্লাবের কমিটিতে নেই। এমনকি অন্য কোন সংগঠনের মিটিংয়েও আমরা ছিলাম না। এভাবে আমাদের নাম দেয়াটা অনাকাংখিত ও দূঃখজনক। আমরা আশা করি নীতিশ বড়ুয়াকে সভাপতি ও সোয়েব সাঈদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নব গঠিত রামু প্রেস ক্লাব রামুর সাংবাদিকতার উন্নয়ন ও আপামর জনতার প্রত্যাশা পূরণে অগ্রনী ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.