সুবিধা বঞ্চিত শিশুদের রেডিয়েন্ট ফিস ঘুরে দেখালেন স্বপ্নজাল

সুবিধা বঞ্চিত শিশুদের রেডিয়েন্ট ফিস ঘুরে দেখালেন স্বপ্নজাল

নিজস্ব প্রতিনিধি-

সুবিধা বঞ্চিত শিশুদের রেডিয়েন্ট ফিস ঘুরে দেখালেন দেখিয়েছেন বেসরকারি এনজিও সংস্থা  স্বপ্নজাল।সংগঠনটি কক্সবাজারের স্থানীয় পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংস্থা হিসেবে কাজ করছে স্বপ্নজাল। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে স্বপ্নজাল কর্তৃক আয়োজিত ও সহযোগিতায় ছিলেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে অর্ধ শতাধিক স্বপ্নজাল স্কুলের সুবিধা বঞ্চিত ছাত্র ছাত্রী ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও একমাত্র একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের সাগরতলের রহস্য জানার ও বিনোদনের সুযোগ করে দেন। শিশুরা আনন্দ উপভোগ করেন পাশাপাশি সাগরতলের রহস্যময় নানান প্রজাতির বড় ছোট মাছ, ডানে মাছ, বামে মাছ। অর্ধশতাধিক প্রজাতির মাছের ভিতর দিয়ে পথ চলতে হবে। তবে হঠাৎ হাঙ্গর মাছ সামনে এসে উপস্থিত হয়ে যেতে পারে। মানুষ খেকো মাছ পিরানহা ধারালো দাঁত খুলে হা করে ছুটে আসতে পারে। গায়ে লেগে যেতে পারে কুচিয়া, কচ্ছপ, কাঁকড়া, আউসসহ সাগরের তলদেশের নানা কিট পতঙ্গ। এর মাঝে সাগরের তলদেশের গাছ পালা, লতা, পাতা, গুল্ম, ফুল গায়ে পরশ লাগিয়ে দেবে। মনোরম পরিবেশে শিশুরা আসতে পেরে অনেক কিছু জানতে ও দেখতে পেরেছে। স্বপ্নজাল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি তাদের কক্সবাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরানোর সুযোগ করে দেয় আর বৈষম্য দূর করে সমাজের মূল স্রোত ধারায় সম্পৃক্ত করার চেষ্টা করে। বিশ্ব পর্যটন দিবসে স্বপ্নজালের এই মহতী উদ্যোগে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান চৌধুরী বিভিন্ন মানবিকতার কাজে প্রসংশা করেন এবং প্রতিবছর বিভিন্ন সময়ে স্বপ্নজাল স্কুলের সুবিধা বঞ্চিত শিশুদের রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডে বিনোদনে স্বপ্নজালকে সহযোগিতা প্রদান করেন।

উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান চৌধুরী , আরো উপস্থিত ছিলেন স্বপ্নজাল স্বেচ্ছাসেবী ও সমাজ উন্নয়নমূলক সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ শাকির আলম, প্রজেক্ট অফিসার আতিকুর রহমান, প্রোগ্রাম অফিসার নাজমুল ইসলাম ও হেড অফ মিডিয়া অফিসার আসিফ আহমদ উদয়।
স্বপ্নজাল স্কুলের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার নুরী, সহকারী শিক্ষক তারেক হোসাইন ও জান্নাতুল ফেরদৌস। আরো উপস্থিত ছিলেন প্রফেশনাল ফোটোগ্রাফার মিনহাজুল কবির।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.