সাকিবের পর মোস্তাফিজের দ্বিতীয় শিকার

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ নিরোশান ডিকভেলাকে বোল্ড করে চা বিরতির পর বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন সাকিব আল হাসান। সেই আনন্দ একটুকু ফিকে হওয়ার আগেই আবারও বাংলাদেশি বোলার-ফিল্ডারদের উইকেট উদযাপন। এবার উৎসবের মধ্যমণি মোস্তাফিজুর রহমান। সকালে দলকে প্রথম ব্রেক থ্রু উপহার দেওয়া মোস্তাফিজ এবার ফিরিয়েছেন দিলরুয়ান পেরেরাকে। ব্যক্তিগত ৯ রানে দাঁড়িয়ে পেরেরা ক্যাচ তুলে দেন প্রথম স্লিপে। মাথার উপর দিয়ে উড়ে যাওয়া বলটি দারুণভাবে লুফে নিয়েছেন সৌম্য সরকার। পেরেরার বিদায়ে শ্রীলঙ্কান শিবিরে প্রথম দিনেই অল আউট হওয়ার শঙ্কাটা আরও ঘণিভূত। এই প্রতিবেদন লেখার সময় ৭ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১৯৭ রান।

স্বাগতিকদের ভরসার প্রতীক হয়ে উইকেটে টিকে আছেন দিনেশ চান্ডিমাল। তিনি ব্যাট করছেন ৬৭ রানে। তার সঙ্গী অধিনায়ক রঙ্গনা হেরাথ উইকেটে আছেন ১ রান করে। তবে এরই মধ্যে হেরাথ বুঝে গেছেন মোস্তাফিজকে সামলানোর কী জ্বালা! কারণ ব্যাট হাতে উইকেটে নেমে প্রথম বলেই হেরাথের ‘ছেড়ে দে মা কাঁন্দে বাঁচি’ অবস্থা। মোস্তাফিজের দুর্দান্ত ইয়র্কার বলটি লঙ্কান অধিনায়ক কোনো রকমে ঠেকাতে পেরেছেন বটে; তবে সেটা করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখাটাই দায় হয়ে যায় তার জন্য! পরিমরি করে বাঁচতে গিয়ে ব্যাটটা পর্যন্ত হাতে ধরে রাখতে পারেননি।

শততম টেস্টে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীমের টস হারটা যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়েই আসে। প্রথমে বোলিং করার সুযোগ পেয়েই জ্বলে উঠেন বাংলাদেশের বোলাররা। ফলও আসে দ্রুতই। দিনের প্রথম সেশনেই তুলে নেয় ৪ উইকেট। ১টি নিয়েছেন মোস্তাফিজুর রহমান, ২টি মেহেদী হাসান মিরাজ। অন্যটি শুভাশীষ রায়। দিনের শুরু থেকেই কলম্বোর পি. সারা ওভালে আগুন ঝরাতে শুরু করেন মোস্তাফিজ-শুভাশীষ। প্রথম তিন ওভারই মেডেন নেওয়া মোস্তাফিজ পঞ্চম ওভারে পেয়ে যান কাঙ্খিত উইকেটের দেখাও। তিনি গালিতে মেহেদীর ক্যাচ বানিয়ে ফেরান শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে। ৩২ বলে মাত্র ৭ করে প্যাভিলিয়নে ফিরে যান করুনারত্নে। একটু পর মেহেদীও ভাসেন উইকেট প্রাপ্তির আনন্দে। নিজের তৃতীয় এবং ইনিংসের ১২তম ওভারে তিনি ফেরান গল টেস্টে বাংলাদেশকে হতাশায় পুরিয়ে মারা কুশল মেন্ডিসকে। গলেতে ১৯৪ রানের ইনিংস খেলা কুশল এবার ৫ রানেই সাজঘরে। এই আনন্দের রেশ না কাটতেই আবারও উইকেট পেয়ে যান মেহেদী।

এবার তার শিকার লঙ্কার অভিজ্ঞ ওপেনার উপুল থারাঙ্গা। তিনি ফিরেন ১১ রান করে। ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলার পর শ্রীলঙ্কাকে এগিয়ে নেওয়ার চেষ্টায় নেমেছিলেন দিনেশ চান্ডিমাল ও আসেলা গুনারত্নে। চতুর্থ উইকেটে দুজনে ৩৫ রানের জুটিও গড়েছিলেন। কিন্তু মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে এই জুটিও ভেঙে দিয়েছেন শুরুতে দারুণ বোলিং করেও উইকেটশূন্য থাকা শুভাশীষ রায়। দারুণ এক ডেলিভারিতে শুভাশীষ গুনারত্নেকে ফেলেন এলবিডব্লুর ফাঁদে। ১৩ রান করে গুনারত্নের আউটের পরই আসে মধ্যাহ্ন বিরতির ঘোষণা।

একের পর এক উইকেট হারানোর সেই অস্বস্তিটা যেন মধ্যাহ্ন বিরতিতে যেয়ে ড্রেসিংরুমে ঝেড়ে ফেলে আসেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দিনেশ চান্ডিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভা। মধ্যাহ্ন বিরতি থেকে ফিরে পঞ্চম উইকেটে দুজনে গড়ে ফেলেন ৬৬ রানের জুটি। তাতে ৪ উইকেটে ৭০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া শ্রীলঙ্কাও পৌঁছে যায় ১৩৬ রানে। তবে বিষফোড়া হয়ে উঠার আগেই জুটিটা ভেঙে দিলেন ‘তিন স্পিনার’ তাসকিনের পরিবর্তে একাদশে ফেরা তাইজুল ইসলাম। বাঁ-হাতি স্পিনার সরাসরি বোল্ড করে দিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভাকে। তাতে বাংলাদেশ পায় মধ্যাহ্ন বিরতির পর প্রথম ব্রেক থ্রু। আর কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা চা বিরতিতে যায় ৫ উইকেটে ১৪৯ রান নিয়ে। ফিরে এসে দিনেশ চান্ডিমাল ও ডিকভেলা চেষ্টা করছিলেন আরও একটি বড় জুটি গড়ার। কিন্তু তাদের সেই চেষ্টায় জল ঢাললেন সাকিব।

গল টেস্টের একাদশ থেকে বাংলাদেশ দলে পরিবর্তন আসবে এটা প্রত্যাশিতই ছিল। কারণ গল টেস্টে খেলা মাহমুদউল্লাহ কলম্বো টেস্টের দলেই নেই। তবে এই একটা নয়, বাংলাদেশ দলে পরিবর্তন আসে ৪টি! পাজরের চোট শেষ পর্যন্ত কেড়েই নিয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসের মাঠে নামার স্বপ্ন। লিটনের ছিটকে পড়ার অর্থ, আবারও কিপিং গ্লাভসের বোঝা উঠেছে অধিনায়ক মুশফিকের কাঁধে। গল টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন মুমিনুল হকও। মুমিনুল হকের জায়গা নিয়েছেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়ে শ্রীলঙ্কায় উড়ে যাওয়া ইমরুল কায়েস। মাহমুদউল্লাহ ও লিটন দাসের জায়গায় একাদশে ঢুকেছেন সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন। মানে দেশের শততম টেস্ট দিয়েই টেস্ট অভিষেক হলো মোসাদ্দেক হোসেনের।

অন্য পরিবর্তনটি হচ্ছে পেসার তাসকিন আহমেদের জায়গায় ঢুকেছেন স্পিনার তাইজুল ইসলাম।  স্বাগতিক শ্রীলঙ্কা মাঠে নেমেছে দলে একটা পরিবর্তন এনে। পেসার লাহিরু কুমারার পরিবর্তে ঢুকেছেন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা। কলম্বো টেস্টে শ্রীলঙ্কা মাঠে নেমেছে মাত্র এক পেসার নিয়ে!

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (অধিনায়ক ও উইকেটকিপার), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাশীষ রায় ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কান একাদশ: দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, আসেলঅ গুনারত্নে, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমাল ও লক্ষ্ণণ সান্দাকান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.