সাংবাদিক কখনো পরাধীন হতে পারে না

প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (৫জুলাই) সন্ধ্যায় সদর উপজেলা প্রেসক্লাবের (অস্থায়ী) কার্যালয়ে প্রেসক্লাবে যুগ্ন সাধারণ সম্পাদক হায়দার নিজামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্বে করেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল হাশেম। সাধারণ সভায় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে সকল সদস্যরা খোলামেলা আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে আবুল হাসেম বলেন,আমাদের সবাইকে আরো সাংগঠনিক কার্যক্রম চালাতে হবে। সাংবাদিকদের বিপদে আপদে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং সাংবাদিকদের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিনিয়র সহ-সভাপতি দৈনিক রূপালী সৈকতের নির্বাহী সম্পাদক শেখ সেলিম বলেন, সাংবাদিক কখনো পরাধীন হতে পারে না। সাংবাদিকদের সবসময় তাদের নিজস্ব গতিতে চলতে হবে। সাংবাদিক হচ্ছে জাতির বিবেক, জাতিকে দেখিযে দিতে হবে সমাজের অসংগতি।
সাধারণ সভায় অন্যান্য বক্তারা বলেন, সাংবাদিক সংগঠন সাংবাদিকদের অবশ্যই প্রয়োজন। আজকে সাংবাদিকের নামে চলছে প্রতিনিয়ত চাঁদাবাজী, হয়রানি। আজকে আমরা এই সভায় শপথ গ্রহণ করি যাতে এই সমাজে সে সব চাঁদাবাজ লুটতরাজদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারি।
সভায় বক্তব্য রাখেন,সদর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন, শেখ সেলিম, সাধারণ সম্পাদক পূণ্য বর্ধন বড়ুয়া সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুব আলম মিনার, রবিউল হাসান রবিন, এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম আযাদ,আবসার,সাকিব প্রমুখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.