প্রেস বিজ্ঞপ্তি :
রামু প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে রামু উপজেলা বাকঁখালী মিলনায়তনে রামু প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিস নাঈমের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এসময় ইউএনও বলেন, সাংবাদিকতার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধন সম্ভব। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনির কারণে দেশবাসী দ্রুত সঠিক সংবাদ পাচ্ছেন। সাংবাদিকদের হতে হবে নিবেদিতপ্রাণ, কঠোর পরিশ্রমী, সৎ, রস ও সাহিত্যবোধ সম্পন্ন হতে হবে। এছাড়া পেশাদারিত্ব অর্জনের জন্য প্রতিটা অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে খোঁজখবর রাখা জরুরি।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা আমীর হোসাইন হেলালী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস, মোহাম্মদ হোসেন।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু থানার ওসি তদন্ত ইমন কান্তি চৌধুরী, উপজেলা প্রকৌশলী ইন্জিনিয়ার মঞ্জুর হোসেন ভূইয়া, পল্লী উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবক গিয়াস উদ্দিন কোম্পানি, চৌমুহনী বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি সহ প্রমুখ।এ ছাড়াও রামু প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.