সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থীর উদ্যোগে সড়ক সংস্কার

মোঃ কাউছার ঊদ্দীন শরীফঃ

কক্সবাজার সদরের ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বদিউদ্দিন পাড়ার সড়কটি খুবই ক্ষতিগ্রস্ত। ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল দায় হয়ে পড়ে। যানবাহন তো দূরের কথা, খালি পায়েও হাঁটাচলা কঠিন। বর্ষা বাদলে তো আর কথাই নাই। সব মিলিয়ে এখানকার বাসিন্দারা খুবই দুর্ভোগে।

বদিউদ্দিন পাড়াবাসী জানিয়েছে, তাদের দীর্ঘদিনের চলাচলের রাস্তা বর্ষায় ক্ষতিগ্রস্ত হয়। অনেক স্থানে ছোটবড় গর্ত সৃষ্টি হয়েছে। যে কারণে ঠিকেমতো হাঁটাচলা করা যাচ্ছিল না। পথচারীদের দুর্ভোগের কথা বিবেচনায় এনে জনগুরুত্বপূর্ণ সড়কটির সংস্কার কাজে হাত দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যানপ্রার্থী মোঃ আবু তৈয়ব চৌধুরী।

গত দুইদিন ধরে কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই সংস্কার কাজ শেষে হতে পারে। তাতে স্বাস্তির নি:শ্বাস ফেলবে এলাকাবাসী।

সত্তরোর্ধ এক বৃদ্ধ জানিয়েছেন, সড়কের বেহাল দশার কথা স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকের দ্বারস্থ হয়েছেন। করেছেন আবেদন। বলেছেন দুঃখের কথা। কিন্তু তাতে উদ্যোগ নেই কারো।

অবশেষে এলাকাবাসীর দুর্ভোগের কথা আবু তৈয়ব চৌধুরীকে জানালে তিনি নিজ তহবিল থেকে ওই সড়কটির মেরামতের কাজ শুরু করেন।

উল্লেখ্য, মোঃ আবু তৈয়ব চৌধুরী ঈদগাঁও বাস স্টেশন ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি, কক্সবাজার জেলা ডিমের দোকান মালিক সমিতির সভাপতি, কক্সবাজার জেলা পোল্ট্রি মালিক সমিতির সভাপতি। এছাড়া বিভিন্ন সামাজিক কাজেও যুক্ত আছেন তিনি। সমাজসেবায় আগ্রহ খুব বেশী তার।

ইসলামাবাদকে একটি মডেল এলাকায় পরিণত করতে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার কথা ভাবছেন মোঃ আবু তৈয়ব চৌধুরী।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.