বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে সরকার পতনের পর কক্সবাজারের রামুতে নৈরাজ্য চালাচ্ছে কক্সবাজার বলে জেলা যুবদল নেতা জাবেদ ইকবাল। এমন একটি সংবাদ পরিবেশন হয়। তা তিনি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলে আখ্যায়িত করেন। তিনি এসব ভুয়া ও মিথ্যা বানোয়াট তথ্য কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন।
নিচে তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো –
পরিবেশের একটি মামলাকে কেন্দ্র করে গতকাল কক্সবাজারে সংবাদ সম্মেলনে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। এ মিথ্যা অভিযোগের ভিত্তিতে আমার বক্তব্য ছাড়া এবং সত্য-মিথ্যা যাচাই না করে স্থানীয় কয়েকটি পত্রিকা আমার নামে মনগড়া সংবাদ পরিবেশন করেছে, যা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। নতুন বাংলাদেশে আমরা সাংবাদিকদের কাছ থেকে এমনটা আশা করি না।
এবার আসি মূল ঘটনায়:
এলাকায় খবর নিয়ে দেখেন, আমার বিরুদ্ধে অভিযোগকারীরা পরাজিত শক্তি এবং আওয়ামী লীগের সন্ত্রাসী। তারা ১৫ বছর ধরে আমি এবং আমার পরিবারকে অত্যাচার করেছে, আমাদের ভিটেমাটি দখল করেছে এবং আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এখন আবার নতুন করে ষড়যন্ত্র করছে।
সম্প্রতি তারা পানের ছড়া এলাকায় পাহাড় সংলগ্ন খালে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি তুলে ব্যবসা করছে, সেটাও সবাই জানে। এখন পরিবেশ তাদের বিরুদ্ধে মামলা করেছে, যা আমি দুই দিন পরে শুনেছি। এ দায় কি আমার? আমি তো পরিবেশ অধিদপ্তর বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নই যে, আমার কথায় মামলা হবে? সত্য হচ্ছে, ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা বিভিন্ন রূপে মানুষের অনুকম্পা বা দয়া পাওয়ার চেষ্টা করছে।
আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে সর্বদা জনগণের সেবায় নিয়োজিত ছিলাম। সরকার পরিবর্তনের পর কিছু ব্যক্তি আমার রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতে এবং আমার পরিবারকে হেনস্তা করতে উঠে পড়ে লেগেছে। আমি এবং আমার পরিবারকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে এই মিথ্যা অভিযোগগুলো উত্থাপন করা হয়েছে।
যারা আমাকে অভিযুক্ত করছেন, তারা মূলত বেআইনি কার্যক্রমে লিপ্ত এবং এলাকার শান্তি বিঘ্নিত করতে চাইছেন। আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি।
আমি দৃঢ়ভাবে বলছি, কখনো বেআইনি কার্যকলাপে জড়িত ছিলাম না এবং হবোও না। যারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছে, তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব এবং সত্য একদিন প্রমাণিত হবে, ইনশাআল্লাহ।
নিবেদনক
জাবেদ ইকবাল
সহ-সভাপতি
কক্সবাজার জেলা যুবদল ॥
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.