শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে করছেন ইমরান সরকার
ওয়ান নিউজ ডেক্সঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিয়ের ঘোষণা দিয়েছিলেন এই বছরের শুরুতেই। বছর শেষে সেই শুভ কাজটি সারতে যাচ্ছেন আজ (শনিবার)। পাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম (তিন্নি)। তিনি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে।
শুক্রবার (৩০ ডিসেম্বর) ঘরোয়াভাবে তাদের গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ইমরান এইচ সরকার গণমাধ্যমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতার সঙ্গে বেশ কিছুদিন ধরেই তার বিয়ের কথা চলছিল। শুক্রবার পারিবারিকভাবে গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে দুই পরিবারের সদস্যরা ছাড়াও গণজাগরণ মঞ্চের কয়েকজন উপস্থিত ছিলেন।
৩৩ বছর বয়সী ইমরান ২০১৩ সালের ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্রের দায়িত্বে আসার পর সারা দেশে আলোচিত মুখ। রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেয়া ইমরান বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতার ডাক নাম তিন্নি। তার সঙ্গে ইমরানের ভালোবাসার সম্পর্ক ছিল বলে এখন প্রকাশ পেয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.