শার্শা বিএনপির সেক্রেটারিসহ ২৮ জন আটক : ১৫টি বোমা উদ্ধার
ইয়ানুর রহমান : শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহিরসহ বেশ কিছু নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।
তবে পুলিশ বলছে, ২৬ মার্চ বড় ধরনের নাশকতা সৃষ্টির লক্ষে উপজেলা ব্যাপি নেতা কর্মীদের নিয়ে বৈঠক করছিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান জহির।
ডিবি বলছে, আটকের সংখ্যা ২৮। তবে বিএনপি নেতারা বলছেন, তাদের ৩৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে নাভারনের শুকুর মার্কেটের দ্বিতীয় তলা থেকে বিএনপির ওই সব নেতাকর্মীকে আটক করা হয়। সেখানে তখন দলটির নেতাকর্মীরা জড়ো ছিলেন।
যশোর ডিবি পুলিশের ওসি ইমাউল হক দাবি করেন, নাশকতা পরিচালনার জন্য নাভারনের শুকুর মার্কেটের দ্বিতীয় তলায় বেশকিছু নাশকতাকারী বৈঠক করছে বলে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। আটক করা হয় ২৮ জনকে। এসময় সেখান থেকে ১৫টি হাতবোমা উদ্ধার করা হয় বলেও দাবি করেন ওসি।
তবে বিএনপির নেতাকর্মীদের দাবি করেছেন, ডিবি পুলিশ তাদের ৩৯ নেতা-কর্মীকে আটক করেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.