শহীদ এরশাদ স্মুতি বিদ্যাপীঠে বই বিতরণ উৎসব

ওয়ান নিউজঃ কক্সবাজার শহরের অন্যতম কিন্ডার-গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠে ‘বই বিতরণ উৎসব’ সম্পন্ন হয়েছে।
২০১৭ সালের প্রথম দিন (রবিবার) বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন বই তুলে দেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আনোয়ারা বেগম ও প্রধান শিক্ষক কাজী দিদারুল আলম।
বছরের পথম দিনেই বই বিতরণ উপলক্ষে স্কুল কক্ষে আয়োজিত সভায় শিক্ষার্থীদের পাশাপাশি নতুন নিতে বিভিন্ন শ্রেনীর ছাত্র-ছাত্রীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে উপস্থিত হয়।
এ সময় সহকারী শিক্ষক তপন কুমার দেবনাথ, রফিকুল ইসলাম, সেলিনা আকতার, ফরিদা ইয়াছমিন ববি, নুর জাহান বেগম, খালেদা আক্তার, সুমন পাল, নজরুল ইসলাম, এনামুল হক, নাসির আহমদ প্রমুখ শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক শফিকুল ইসলাম। শহীদ এরশাদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা এবারের পিএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। বিগত সময়গুলোতেও ভাল ফলাফলের জন্য স্কুলটি প্রশংসিত হয়ে আসছে।
এ জন্য প্রধান শিক্ষক কাজী দিদারুল আলমের নিরলস প্রচেষ্টায় পাঠদানের মানোন্নয়ন ও সার্বিক বিষয়ে তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.