বিশেষ প্রতিবেদকঃ
কক্সবাজার শহরে উত্তর রুমালিয়ারছড়া চৌধুরী পাড়া এলাকায় চুরির ঘটনা ঘটেছে।সোমবার (১০ জুলাই) সকালে বাড়ির মালিক সালাউদ্দিন বাবুল একথা জানান।
জানা গেছে, নিজ বাড়ির প্রয়োজনে কক্সবাজার থেকে স্বপরিবারে মহেশখালীতে অবস্থান করেন গত ৪ তারিখ থেকে। গতকাল রবিবার (৯জুলাই) সকালে মহেশখালী থেকে ফিরে শহরের বাড়িতে তালা খুলে ঢুকতে গেলে ভিতর থেকে লক করে চুরি করা হয়েছে বলে জানা যায়। পরে তারা সেটি কোনো রকম খুলে বাড়ির ভিতরে ঢুকে সব এলোমেলো দেখে আলমারিতে রাখা নগদ টাকা স্বর্ণঅলংকার আছে কিনা দেখলে তা কিছুই পাওয়া যায়নি।
ভুক্তভোগী সালাউদ্দিন বাবুল জানান, আমরা গ্রামের বাড়ি যাওয়ার পর যখন বাড়িতে কেউ ছিল না তখন এই চুরি সংঘটিত হয়েছে। এখন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। দিন দিন চুরির সংখ্যা বাড়ছে শহরে। আশা করছি আইন-শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে নজর দিবেন।
এদিকে গত কয়েকদিন আগে শহরের বইল্লাপাড়া অবস্থানরত দৈনিক আজকের পত্রিকা কক্সবাজার প্রতিনিধি মাঈন উদ্দিন সাহেদ ও ঝিলংজার বসবাসরত দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসীম উদ্দীনের বাড়িও চুরি হয় বলে জানা গেছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.