শহরের আল-মুবিন হোটেলের মালিক মাওলানা মুমিনুল হকের ইন্তেকাল,দাফন সম্পন্ন

এম আর খোকনঃ
কক্সবাজার শহরের হোটেল আল-মুবিনের মালিক মাওলানা মুমিনুল হক (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাহি রাজিউন) । পবিত্র ঈদুল ফিতরের দিন শুক্রবার সকাল ১০টায় শহরের নিজ বাসায় ইন্তেকাল করেছেন। এর আগে তিনি শহরের ফায়ার সার্ভিস জামে মসজিদে সকাল ৯ টায় ঈদুল ফিতরের নামাজ শেষে বাসায় পৌছেন। বাসার উপস্থিতি সকলের সাথে ঈদের সালাম বিনিময় করেন পরে হঠাৎ অসুস্থ বোধ করে সাথে সাথে মৃত্যুর হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৪ কন্যা সন্তান রেখে যান। জুমা নামাজের পর শহরের খানেকা জামে মসজিদ প্রথম জানাজা সম্পন্ন হয়। এতে জানাজা নামাজে শহরের সর্বস্তরের মুসল্লীরা অংশ নেন।
পরে তার নিজ গ্রাম চাকমারকুল ইউনিয়নের মুহাম্মদপুরা গ্রামে নিজ প্রতিষ্টিত মাদ্রাসাও জামে মসজিদের মাঠে বাদ আসর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাযা পুর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সিরাজুল হক ও বড় ছেলে।
জানাজায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃব্ন্দ এলাকার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজা শেষে মুহাম্মদপুরা তাঁর মরহুম পিতা জাফর আহমেদের কবরের পাশে দাফন করা হয়।
মাওলানা মুবিনুল হক এলাকায় সমাজ সেবায় বহ অবদানের পাশাপাশি জনস্বার্থে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.