মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজার পৌর শহরে আগামী শনিবার (১৩ আগস্ট) সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবেনা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ। তবে পৌর শহরের বাইরে সকল বিদ্যুৎ লাইন নিয়মিতভাবে চালু থাকবে। বিদ্যুৎ উন্নয়ন কাজের জন্য পৌর শহর এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানান বিদ্যুৎ অফিস।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ সূত্রে জানা গেছে, সুষ্ঠ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আগামী শনিবার (১৩আগস্ট) কক্সবাজার অফিসের অধিনে ৩৩/১১ কেভি উপকেন্দ্র সমূহের জরুরী মেরামত ও রক্ষনাবেক্ষন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মেরামত ও রক্ষনাবেক্ষন কার্যক্রম চলাকালীন সময়ে কক্সবাজার শহরের সকল এলাকায় শনিবার সকাল ৭টা থেকে ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গণি জানান, আগামী শনিবার বিদ্যুৎ উন্নয়নের জন্য কাজ করা হবে। তাই সকাল থেকে দুপুর অবধি বিদ্যুৎ থাকবেনা । সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি আরো বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে যদি মেরামত ও রক্ষনাবেক্ষন কাজ সম্পন্ন করা সম্ভব না হয় পরবর্তীতে কাজের সময় নোটিশের মাধ্যমে জানানো হবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পূর্বে লাইন চালু করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।
২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৩:৩৭
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.