ওবাইদুর রহমান, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
অনুষ্ঠানে উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর আবুু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুহাম্মদ হানিফ, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা কাজী নুরুল আলম, দক্ষিণ জেলা যুবদল নেতা আবু সেলিম, লোহাগাড়া জন্মাষ্টমী পরিষদের সভাপতি পলাশ দাশ, ছাত্র প্রতিনিধি আবদুল্লাহ আল নোমান, থানার এসআই মাসুদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বটতলী শহর পরিচালনা কমিটির নির্বাচন এবং বটতলী শহরকে যানজট মুক্তসহ উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:০৮
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.
Denizköşkler su kaçak tespiti Fatih su kaçağı tespiti: Fatih’te su kaçağı sorunlarınıza kesin çözüm sağlıyoruz. https://www.exodus.chat/ustaelektrikci
Yıldırım su kaçak tespiti Ekip hem güler yüzlüydü hem de çok titiz çalıştı. https://bongomeet.com/1731252316709795_5023