লোহাগাড়ায় দরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ওবাইদুর রহমান, লোহাগাড়াঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষ মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের অন্যতম সংগঠন সোশ্যাল সাপোর্টিং ইউনিটি ক্লাব।

শুক্রবার (০৭ মার্চ) জুমার নামাজের পর সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনের কার্যকরী কমিটির সদস্য এস. এ ওয়াহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি ইকবাল হোছাইন ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ফাহিম।
ইফতার বিতরণের এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সৈয়দ তাজুল ইসলাম, ইউসুফ উদ্দীন, আব্দুল গফুর, আবুল হাশেম, মিজানুর রহমান, ফাহাদ চৌধুরী প্রমুখ।

  1. tlover tonet বলেছেন

    I really like your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to do it for you? Plz answer back as I’m looking to design my own blog and would like to know where u got this from. kudos

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.