ওবাইদ বিন নূর, লোহাগাড়াঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়ার ব্যাতিক্রমী বিদ্যাপিঠ আল আকসা মডেল মাদ্রাসার ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে শিক্ষা জগতের যাত্রা শুরু।
১২ জানুয়ারী (রবিবার) সকালে মাদ্রাসার একাডেমিক ভবনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
আল আকসা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা লোহাগাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, গেষ্ট অফ অণার হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামরাস ট্রাভেল্সের সত্যাধিকারী এম এ সিদ্দিক।
উক্ত অনুষ্ঠানে আতিথীর আসনে আরো উপস্থিত ছিলেন বড়হাতিয়া আইডিয়াল কোচিং সেন্টারের সম্মানিত পরিচালক হেলাল উদ্দীন, সাতকানিয়া-লোহাগাড়া মানবি ফাউন্ডেশনের সহ-অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, অত্র সংগঠনের সভাপতি ওবাইদ বিন নূর প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি ফারহান মাহবুব মিজানের সঞ্চালনায় আলহিদায়া মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল জব্বারের উদ্বোধনী বক্তব্যে মাধ্যমে শুরু হয়ে আল আকসা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক আলিফুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয় ।
বক্তারা মাদ্রাসা শিক্ষার মান ও সার্বিক বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করে বলেন আগামীতেও যেন শিক্ষার উন্নয়নে শিক্ষকগণ যথাযথ ভুমিকা ও দায়িত্ব পালন করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.