নিজস্ব প্রতিবেদক।।
‘লীগ’ শব্দটি ব্যবহার নিয়ে হার্ডলাইনে অবস্থান নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ন ও দলীয় শৃঙ্খলা অটুট রাখতে এ অবস্থান নেওয়া হয়েছে। এখন থেকে আওয়ামী লীগের ৬টি অঙ্গ সংগঠন ছাড়া অন্য কোনো সমমনা সংগঠন ‘লীগ’ শব্দটি ব্যবহার করতে পারবে না। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত হয়েছে- যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগ ছাড়া আওয়ামী লীগ সমমনা অন্য কোন সংগঠন ‘লীগ’ শব্দটি ব্যবহার করতে পারবে না। যারা এই নির্দেশনা অমান্য করবে-তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের কতিপয় সংসদ সদস্য ও কয়েকজন নেতা নানা বির্তকিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। তাদেরকে একাধিকবার সতর্ক করা হলেও তারা বিষয়টি আমলে নেননি। ইতোমধেই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কে পার্লামেন্ট মেম্বার, কে ক্ষমতাধর সেটা সরকারের কাছে মুখ্য বিষয় নয়। আর সরকারি কর্মকর্তা, কর্মচারী যারাই দুর্নীতির সঙ্গে জড়িত- এমন প্রমাণ কিংবা অভিযোগ উঠলেই তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে ও হচ্ছে।
তিনি বলেন, এটা প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ। এ নির্দেশ যে বাস্তবায়ন হচ্ছে, সেটা এখন দৃ্শ্যমান। আটক করা হয়েছে দুদক (দুর্নীতি দমন কমিশন) কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন সেক্টরের বেশ কয়েকজন কর্মকর্তাকে।এরই মধ্যে অ্যারেস্ট ( গ্রেফতার) হয়েছেন অনেক রাঘব-বোয়াল।
সেতুমন্ত্রী আরো বলেন, কিছু লোকের কারণে শুধু সরকারের ভাবমূর্তিই নষ্ট হয় না-চাপা পড়ে যায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.