রোহিঙ্গা শিশুদের নিজম্ব সংস্কৃতি চর্চার বৃদ্ধির আহবান
রোহিঙ্গা ক্যাম্পের অগ্রযাত্রার কার্যক্রম পরির্দশনে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার
বার্তা পরিবেশকঃ
রোহিঙ্গা ক্যাম্পের অগ্রযাত্রার কার্যক্রম পরির্দশনে গিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রোহিঙ্গা শিশুদের নিজম্ব সংস্কৃতি চর্চা করার দিকে খেয়াল রাখতে হবে।তারা যেন তাদের নিজস্ব সংস্কৃতি ভুলে না যায়। নিজ দেশে ফিরে গেলে যেন তাদের কোন সমস্যা না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের প্রত্যেকের কাজ করতে হবে। তিনি মায়ানমারের নিজস্ব সংস্কৃতি যেন ধরে রাখে এবং ভুলে না যায় সেদিকে খেয়াল রেখে সংস্কৃতি চর্চা বৃদ্ধির আহবান জানান।মঙ্গলবার (১৭জানুয়ারী) সকাল ১০ টায় উখিয়া উপজেলার অগ্রযাত্রা বালুখালী প্রাইমারি স্কুল ফর রোহিঙ্গা অরফান -রোহিঙ্গা ক্যাম্প ৮ই পরির্দশন শেষে এসব কথা বলেন। অগ্রযাত্রা ও রাবার এসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত এবং দাতা সংস্থা কম্পোরড এইড ইন্টারন্যাশনাল কর্তৃক সহযোগিতায়, মায়ানমার শিক্ষা কারিকুলাম কার্যক্রম ও শিশুদের শীতকালীন পোষাক,স্কুল ড্রেস,স্পোর্টস ড্রেস বিতরন কার্যক্রমসহ প্রকল্পের নির্ধারিত শিশুদের পুস্টিকর খাবার বিতরন করা হয়। এবং প্রকল্পের ওয়াশ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
অনুষ্টানের সভাপতিত্ব করেন অগ্রযাত্রা সভাপতি নীলিমা আক্তার চোধুরী। অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়,কক্সবাজারের সিনিয়র সহকারী সচিব আরিফ ফয়সাল খানঁ। ক্যাম্প ইনচার্জ-ক্যাম্প ৮ই বালুখালী সিনিয়র সহকারী সচিব মো: আহছান হাবীব। কম্পোরড এইড ইন্টারন্যাশনাল লোকাল রিপ্রেজেন্টেটিভ কায়ছার জামাল । সার্বিক সহযোগীতা ও অনুষ্ঠান কার্যক্রম পরিচালনায় ছিলেন বেসরকারি এনজিও সংস্থা অগ্রযাত্রার কোর্ড়িনেটর মোহাম্মদ ইদ্রিস ওপ্রকল্প ব্যবস্হাপক খুরশিদ আলম । প্রধান অতিথির বক্তব্যে অগ্রযাত্রা ও দাতা সংস্থা কম্পোরড এইড় ইন্টারন্যাশনাল কার্যক্রমসহ অন্যান্য দাতাসংস্থার কাজকে ভূয়সী প্রশংসা করেন।তিনি কার্যক্রমকে আরো বৃদ্ধিকরনের পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি রোহিঙ্গা শিশুদের সংস্কৃতি চর্চাক্ষেত্র বৃদ্ধির জন্য সকল শিশু কার্যক্রম পরিচালককে অবগত করেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.