রোহিঙ্গা জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের আহবান

প্রেস বিজ্ঞপ্তিঃ

রোহিঙ্গা জনগোষ্ঠীর এখন দরকার টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। জাতিসত্বার স্বীকৃতি, উগ্র- জাতীয়তাবাদী মনোভাবের পরিবর্তন, প্রত্যাবাসনের আগে পর্যন্ত সামাজিক সংহতির মাধ্যমে কক্সবাজারে অবস্থান ও আন্তর্জাতিক নেগোসিয়েশনের মাধ্যমে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। ২০ জুন আন্তর্জাতিক শরণার্থী দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার ও টেকসই উন্নয়ন বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম- সিইএইচআরডিএফ আয়োজিত ভার্চূয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন সংগঠনটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া।

ভার্চূয়াল এ আলোচনায় রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে প্রতিনিধিত্ব করেন রোহিঙ্গা ইয়ুথ এসোসিয়েশন এর নির্বাহী পরিচালক খিন মং এবং যোগাযোগ পরিচালক আলী জিন্নাহ হোসাইন।

সভায় অতিথির বক্তব্যে খিন মং বলেন, আমরা এমনিতে এখানে অবস্থান করছি না। আমাদের সর্বোচ্চ সংকটের ফলে আমরা বাংলাদেশে অবস্থান করছি। তিনি বলেন, আমরা চাই প্রত্যাবাসন। আমরা আমাদের মাতৃভূমিতে ফিরে যেতে চাই। মিয়ানমার সরকারকে আমি আহবান করতে চাই আমাদের নিয়ে যান, তবে অবশ্যই প্রত্যাবাসনটি হবে অধিকার ও মর্যাদার ভিত্তিতে।

বিশেষ অতিথির বক্তব্যে সহকারী প্রধান ডিভিশন সমন্বয়ক(জেনারেল) খুবাইব বিন ইহসান মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা আমলে নিয়ে রোহিঙ্গা সংকটের সমাধানের আহবান জানান।

ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(সমন্বয়) আব্দুল মান্নান রানা বলেন পুঁজিবাদী সভ্যতার আক্রমণ ও আন্তর্জাতিক বাণিজ্যের কারণে শরণার্থী সংকট তৈরি হয়েছে।

সিইএইচআরডিএফ এর শরণার্থী ও অভিবাসন বিভাগের সম্পাদক জায়েদ ইকবাল রাকিবের সঞ্চালনায় এতে শরণার্থীদের অধিকার, সংকট ও সম্ভাবনা, ত্রাণ তৎপরতা, জাতীয় ও আঞ্চলিক এবং আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে বক্তব্য রাখেন বিভিন্ন ডিভিশনের কর্মকর্তাবৃন্দ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন সিইএইচআরডিএফ এর ভারপ্রাপ্ত ডিভিশন সমন্বয়ক(তৃণমূল) রুহুল আমিন।

এতে বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট প্রিন্সিপাল সেক্রেটারি(উন্নয়ন) জিহাদুল ইসলাম, মানবাধিকার সম্পাদক সরওয়ার আলম, ডেপুটি সার্কেল কো-অর্ডিনেটর(সিলেট) আব্দুল্লাহ আল মুবিন,
উপকূলীয় ফোরাম ব্যবস্থাপক এম. আলাউদ্দিন।

এতে উপস্থিত ছিলেন নদী ও সমুদ্র বিষয়ক সম্পাদক নুরুল আবছার, ডেপুটি সার্কেল
কো-অর্ডিনেটর(চট্টগ্রাম) শেখ মোহাম্মদ জয়, ডেপুটি সার্কেল কো-অর্ডিনেটর(বান্দরবান) সাগর নাথ, পানি ফাউন্ডেশন সমন্বয়ক নুরুল আবছার, ঈদগড় ফোরাম ব্যবস্থাপক হামিদুল ইসলাম, ছোটমহেশখালী ফোরামের ব্যবস্থাপক মোরশেদ সিকদার, রাজনগর ফোরামের সদস্য হুমায়ুন রশিদ প্রমূখ।

রোহিঙ্গা এক্টিভিস্টদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ রফিক, সাইয়েদ হোসাইন, হামিদুল হক, সাদেক চৌধুরী, শেখ আনসারী, খিন নাইঙ মিন্ট প্রমূখ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.