মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি।
রামুর দূর্গম গর্জনিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় কাঠ চাপা পড়ে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে। ৮ অক্টোবর রবিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণ ইউনিয়নের মাঝির কাটা গ্রামের নজির হোসেনের ছেলে মো.রফিকুল ইসলাম বলে জনা যায়। স্থানীয় ওয়ার্ড মেম্বার কামাল উদ্দিন জানান, রফিক বাঁঘখালী রেঞ্জের আওতাধিন গিলাতলী বনবিট এলাকার রিজার্ভ বনাঞ্চাল থেকে বৃষ্টিতে ভিজে জীবিকার সন্ধানে কাঠ সংগ্রহ করতে যায়।
বেলা ১টায়র সময় কাঠ কেটে কাঁধে বহন করে বাড়িতে নিয়ে আসার সময় বেলতলী ঝরণাঘাট স্থানে পৌঁছলে মাটিতে পিছলে পড়ে যায়।
এ সময় তার কাঁধে থাকা কাঠ চাপা পড়ে শরীর থেকে প্রচুর রক্তহরণ হয়ে ঘটনা স্থলে রফিক মারা যান। নাহতের লাশ স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বাড়িতে নিয়ে গেলে পরিবারে কান্নার রোল সৃষ্টি হয়।
মাঝির কটা এলাকার বিএনপি নেতা মোঃ কালু বলেন, রফিক পাঁচ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে এলাকায় শোকাবহ বিরাজ করছে।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ (ওসি) কাজি আরিফ উদ্দিন কাঠ চাপা পড়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বলে সাংবাদিকদের জানান।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.