নিজস্ব প্রতিবেদক
আসন্ন রামু উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান গর্জনিয়া ইউনিয়ন জুমছড়ি গ্রামের মৃত ইঞ্জিনিয়ার নুরুল হাকিমের পুত্র ও নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের ছোটভাই সাংবাদিক নেজাম উদ্দিন। আগামী মার্চে বা এপ্রিলে শুরু হতে যাওয়া কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে । নিজ উদ্যোগে উপজেলার অসহায় দুঃস্থ মানুষদের সহায়তা করে আসছেন এবং বিগত করোনাকালিন সময়ে তিনি গ্রামের অসহায় মানুষের পাশে ছিলেন বলে জানা গেছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থীর মধ্যে সাধারণ ভোটারদের মাঝে আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। তাছাড়া তিনি নিজ এলাকা গর্জনিয়া, কচ্ছপিয়া, ঈদগড় কাউয়ারখোপ, জোয়ারিয়ানালা, রশিদ নগর ইউনিয়নে একমাত্র সম্ভাব্য প্রার্থী থাকায় অন্য সবার চাইতে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে থাকবেন বলে ধারনা করছেন সাধারণ জনগণ।
তিনি দীর্ঘ এক যুগ জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন পদে কাজ করে আসছেন । বর্তমানে তিনি জাতীয় দৈনিক খোলা কাগজ এর কক্সবাজার জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনন্দিন ( মাল্টিমিড়িয়া) বার্তা প্রধান হিসাবে কাজ করছেন। এছাড়াও তিনি অনলাইন প্রেসক্লাব কক্সবাজার এর প্রতিষ্ঠাতা সভাপতি, রামু ব্লাডস ডোনারস সোসাইটির উপদেষ্ঠা হিসাবে দায়িত্ব পালন করছেন । সাংবাদিক নেজাম তার নিজ জম্মস্থান জুমছড়ি গর্জনিয়াতে ২০১৪ সালে শাহ বদর আউলিয়া হেফজখানা ও এতিমখানা প্রতিষ্ঠা করেন । হাফেজখানা থেকে এই পযন্ত ১২ জন হাফেজ সম্পন্ন করেছে বলে জানা গেছে। তিনি সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্ঠা করেন ।
গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা সুফিয়ান জানান, সাংবাদিক নেজাম ভাই কোন পদ পদবীতে না থাকার পরেও আমাদের মতো অনেক গরীবদের সহায়তা করে আসছে। আশা করা যায় আগামী উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচন করলে বিপুল ভোটে নির্বাচিত হবেন।
মরিচ্যাচর বাসিন্দা নুর আহমদ জানান, গত করোনকালিন নেজাম আমাদের এলাকায় বেশ সহযোগিতা করেছে। তাকে আমরা সকলে বেশ পছন্দ করি। যদি তিনি উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করে আশা করছি তিনি বিপুল ভোটে জিতবেন।
রামু ফতেখাঁরকুল ইউনিয়নের আব্দুল খালেক জানান, সাংবাদিক নেজাম উদ্দিন ভাই অত্যান্ত মিশুক মানুষ। তিনি সহজেই সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করতে নেমে পড়েন,তিনি করতে পারুক আর না পারুক। আশা করছি যদি তিনি প্রার্থী হন তবে উপজেলাবাসি ভাইস চেয়ারম্যান পদে ভাল একজন মানুষ পাবেন ।
কচ্ছপিয়া ইউনিয়নের জাহাঙ্গীর সেলিম জানান, নেজাম ভাই অমায়িক মানুষ তাকে পছন্দ না করার সুযোগ নেই।
রামু চা বাগান এলাকার ইঞ্জিনিয়ার রায়হান জানান , সাংবাদিক নেজাম ভাই একজন ভদ্র মানুষ । তাকে রামু উপজেলা পরিষদে নিতে পারলে সেবা পাবে এটি নিশ্চিত বলা য়ায়।
রামু উপজেলা থেকে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক নেজাম উদ্দিন জানান, সাংবাদিকতার খাতিরে আমি দীর্ঘ দিন থেকে এ উপজেলার সাধারণ মানুষের পাশে আছি। আমি যেহেতু কক্সবাজারে অবস্থান করি তাই আমার জানা আছে জনগণের বরাদ্ধ কিভাবে জনগণের হাতে পৌছাতে হয়। আর অসুস্থ্য মানুষরা আসলে আমাকে ডাক দেন কোন অসুবিধা হলেও আমিও তা যথাযত সহযোগিতা করার চেষ্টা করি । তাই আসন্ন উপচেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে আমাকে নির্বাচিত করবে সাধারণ মানুষ এটাই আমার বিশ্বাস। নির্বাচিত হতে পারলে রামু একটি স্মার্ট উপজেলায় রূপান্তরিত করার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, বিগত দিনে যারা রামু থেকে ভাইস চেয়ারম্যান হয়েছে তাদের কোন কাজ চোখে পড়ার মত নয় । যদি আমার জন্য সবাই দোয়া করে তবে আমি দেখিয়ে দেবো ভাইস চেয়ারম্যানগণ অনেক উন্নয়ন করতে পারে। আমি ১১ ইউনিয়নের সকলের কাছে দোয়া প্রার্থী।
Hi my loved one I wish to say that this post is amazing nice written and include approximately all vital infos Id like to peer more posts like this
Wonderful web site Lots of useful info here Im sending it to a few friends ans additionally sharing in delicious And obviously thanks to your effort