বিশেষ প্রতিবেদকঃ
১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনেরামু উপজেলা থেকে সাধারণ সদস্য পদে প্রার্থীতা ঘোষনা করেছে মোট ৬জন । তারা হলেন, মোস্তাক আহমদ-অটোরিক্সা, ফরিদুল আলম- হাতি, শামসুল আলম মন্ডল-তালা, নুরুল আবছার-ঘুড়ি, মোঃ মনজুরুল মুর্শেদ কাদের বৈদ্যুতিক পাখা, মোঃ আবদুল মজিদ-টিউবওয়েল। যে যার অবস্থান থেকে রামু উপজেলায় ১১ ইউনিয়নের প্রতিটি ইউপি সদস্য চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যানদের সাথে কৌশল বিনিময়ে দিন পার করছে। এইবারের জেলা পরিষদ নির্বাচনে রামু উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের কয়েকজন সাবেক চেয়ারম্যান নির্বাচন করছে তাদের মধ্যে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ, ফতেখারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, ও সাবেক জেলা পরিষদ সদস্য শামশুল আলম মন্ডল । এদিকে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে এবারের নিবার্চন সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ড় রাম উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। সাধারন মানুষ মনে করছে । একদিকে যেমন সাবেক চেয়ারম্যানরা এই পদে নির্বাচন করছে অন্যদিকে এই পদে সাবেক জেলা পরিষদ সদস্যও নির্বাচন করছে । সব মিলিয়ে এবারের সদস্য নির্বাচন বেশ জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি জানান, যারা সদস্য পদে নির্বাচন করছে তাদের সবাইকে আমরা চিনি। এবারের নির্বাচনে তরুন মেধাবী হিসাবে কাউয়ারখোপের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমদ জনগণের জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করছে।
এদিকে মোস্তাক আহমদ এর সাথে কথা হলে তিনি জানান, আমি আমার রামু উপজেলার সকল জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জেলা পরিষদের নির্বাচন করছি। তাদের অধিাকর আদায়ের জন্য আমি আমার জীবন দিয়ে হলেও কাজ করে যাবো। আমার সম্মানিত জনপ্রতিনিধিরা চেয়েছেন বলে আজকে আমি নির্বাচন করতে পারছি । তারা যদি আমাকে বোট দিয়ে নির্বাচিত করে তবে আমি রামু উপজেলার সকল ইউনিয়নকে সমান চোখে দেখবো এবং সকল ইউনিয়নে সমানভাবে উন্নয়নের কাজ চলমান রাখবো ।
উল্লেখ্য সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ড থেকে জাফর আলম-তালা, মোঃ শফিক মিয়া-টিউবওয়েল। ২নং ওর্য়াড থেকে আবুল মনসুর চৌধুরী-টিউবওয়েল, হুমায়ুন কবির চৌধুরী-তালা। ৩নং ওয়ার্ড থেকে মাহমুদুল করিম মাদু-হাতি, তাহমিনা নুসরাত জাহান লুনা-তালা, মোঃ রুহুল আমিন-অটোরিক্সা। ৪নং ওয়ার্ড থেকে ফরিদুল আলম- হাতি, শামসুল আলম মন্ডল-তালা, মোস্তাক আহমদ-অটোরিক্সা, নুরুল আবছার-ঘুড়ি, মোঃ মনজুরুল মুর্শেদ কাদের বৈদ্যুতিক পাখা, মোঃ আবদুল মজিদ-টিউবওয়েল। ৫নং ওয়ার্ডে আরিফুল ইসলাম বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। ৬ নং ওয়ার্ড থেকে সোলতান আহমেদ-ঘুড়ি, মুহাম্মদ ফয়সাল- হাতি,মোঃ আবু তৈয়ব-টিউবওয়েল, মোঃ জাহাঙ্গির আলম-তালা, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া-বৈদ্যুতিক পাখা। ৭নং ওয়ার্ডে মোঃ আবদুল হামিদ-ক্রিকেট ব্যাট, মোঃ জয়নাল আবেদীন-হাতি,মোলতান মোহাম্মদ রিপন-ঢোল,নুরুল আবছার-বৈদ্যুতিক পাখা, সেলিনা আক্তার-উটপাখি, মোহাম্মদ আজমগীর-টিউবওয়েল। ৮ নং ওয়ার্ডে এম. আজিজুর রহমান-তালা, শহীদুল ইসলাম মুন্না-হাতি, মোঃ সাইফুল কাদির-টিউবওয়েল। ৯নং ওয়ার্ডে কফিল উদ্দিন-তালা,আবু জাফর ছিদ্দিকী-হাতি, ছরওয়ার আলম সিকদার-ঘুড়ি এবং নুরুল ইসলাম-টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। উল্লেখ্য, ৯টি উপজেলার ৭১ ইউনিয়ন ও ৪টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৯৯৪ জন। তৎমধ্যে মহিলা ভোটার ২৩৫ জন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.