রামুতে বিদ্যুৎ বিভ্রাট থাকবে তিন মাস!

কফিল উদ্দিনঃ

কক্সবাজারের রামুতে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাটের সসম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। সপ্তাহে দুই থেকে তিনদিন পুরোদিনজুড়ে আবার কখনোবা ঘন্টা পর পর বিদ্যুৎ বিভ্রাট লেগেই আছে। এ যেন নৈমিত্তিক কান্ড।এই গরমের মৌসুমে দিনের তাপদাহে বিদ্যুৎ বিভ্রাট এলাকার সাধারণ মানুষের জনজীবনকে করে তুলেছে অতীষ্ট। দিনের একাধিক সময় অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট নিয়ে পড়েছেন ভোগান্তিতে।

এদিকে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রামু বিদ্যুৎ সরবরাহের (বিউবি) আবাসিক প্রকৌশলী এস.এম মঈনুল ইসলাম জানান, কক্সবাজার রেল লাইন প্রকল্পের চলমান কাজ, নাইক্ষংছড়ির ৩২ কেবির বিদ্যুৎ লাইন উন্নীতকরণ, রামু-মরিচ্যা আরাকান সড়ক প্রশস্তকরণের কাজে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য সপ্তাহে এক থেকে দুই দিন বিদ্যুৎ শাট ডাউন রাখা হয়। তবে আগে থেকেই এবিষয়ে আগে থেকেই মাইকিং করে জানিয়ে দেওয়া হয়।
তিনি আরো জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আশা করছি কাজ শেষ হবে। তখন মানুষ সাধারণ বিদ্যুৎ লাইন পাবে।

রামুর সাধারণ জনমনে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে রয়েছে নানান প্রশ্ন। স্থানীয় ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন, দিনে বিদ্যুৎ থাকে না সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে মানলাম, কিন্তু রাত ১২ টায় বিদ্যুৎ থাকে না কোন যুক্তিতে। তারা আমাদের সাথে এটি নাটকীয়তা করতেছে বলে মনে করি।

রামু বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি সূত্র জানান, রামু-মরিচ্যা সড়ক প্রশস্তকরণে বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজে সড়ক ও জনপদ বিভাগের সাথে দীর্ঘদিন সমন্বয়হীনতার কারণে কাজের বিলম্ভ হয়েছে। যদি সমন্নয় রেখে কাজ করত তাহলে শীঘ্রই এই দুর্ভোগ লাগব হত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.