# জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের নিন্দা
# কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়ক অবরুদ্ধ
# ৮ ঘন্টা মহাসড়ক অবরোধ
# প্রশাসনের হস্তক্ষেপে জনতা অবরোধ তুলে নেয়
# আহত ১৫ থেকে ২০জন
কক্সবাজার প্রতিনিধিঃ
রামুর রশিদ নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নাছির উদ্দিনসহ স্থানীয় প্রায় ১৫ থেকে ২০ জনের উপর স্থানীয় চেয়ারম্যান এমডি শাহ আলমের নেতৃত্বে হামলা হয়েছে বলে জানা গেছে। সোমবার ( ২ সেপ্টম্বর ) সকাল ১১টার দিকে এই হামলা হয়। এই ঘটনায় কক্সবাজার চট্রগ্রাম মহাসড়ক প্রায় ৮ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয় জনতা । পরে উপজেলা প্রশাসন ও রামু থানার যৌথ উদ্যোগে স্থানীয়দের বুঝিয়ে যানচলাচল স্বাভাবিক করে। আহতরা হলেন- নাসির উদ্দিন, পিতাঃ মৃত- এরশাদুল হক, সাং- ৭ নং ওয়ার্ড- লামার পাড়া, পানির ছড়া, রশিদনগর, শফিকুর রহমান, পিতাঃ মৃত- কাদির মিয়া, সাং- ৭ নং ওয়ার্ড- পানিরছড়া, হরিতলা, রশিদনগর,জাহাঙ্গীর আলম, পিতাঃ মৃত- কাদির মিয়া, সাং- ৭ নং ওয়ার্ড- পানিরছড়া, হরিতলা, রশিদনগর,জাফর আলম, পিতাঃ মৃত- কাদির মিয়া, সাং- ৭ নং ওয়ার্ড- পানিরছড়া, হরিতলা, রশিদনগর, দিদারুল আলম, পিতাঃ গুরা মিয়া সাং- হামির পাড়া,(৫ নং ওয়ার্ড) রশিদনগর,সাবের আহামেদ- পিতাঃ সাং- ধলিরছড়া মোরাপাড়া, ৮নং ওয়ার্ড, রশিদনগর,জানে আলম, পিতাঃ মৃত- কাদির মিয়া। সাং- ৭ নং ওয়ার্ড- পানিরছড়া, হরিতলা, রশিদনগর, তানজিল এনাম, পিতা: এনামুল হক, পানিরছড়া মোরাপাড়া, ৮নং ওয়ার্ড, সহ আরো বেশ কজন।
জানা যায়,গত কয়েকদিন ধরে রশিদ নগর ইউনিয়নের চেয়ারম্যান এমডি শাহ আলমের পদত্যাগের দাবিতে রশিদনগর বটতলী এলাকায় মানববন্ধন করা হলে শাহ আলম চেয়ারম্যানের অনুগতরা বিএনপি নেতাদের টার্গেট করে হত্যার পরিকল্পনা নিয়ে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। হামলাকারিদের মধ্যে ছিলেন, শাহ আলমের নেতৃত্বে ফায়সাল, লাল মিয়া মিজান, জানে আলম, ওসমান, নুরুল আমিন, নবী আলমসহ আরো অনেকেইে সাথে ছিলেন।
আঘাতপ্রাপ্ত রশিদ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাছির উদ্দিন জানান, রশিদ নগরবাসি স্থানীয় চেয়ারম্যান এমডি শাহ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করার প্রস্তুতি নিচ্ছিল । আমিসহ কয়েকজন আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলাম হঠ্যাৎ শাহ আলম চেয়ারম্যানের ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশিয় অস্ত্রসহকারে আমাদের উপর হামলা করে । এতে আমিসহ প্রায় ১৫ থেকে ২০ জন আহত হই । আমারা সবাই এখন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছি। অন্যদের অবস্থা তেমন ভাল নয় ।
এদিকে কক্সবাজার জেলা যুদলের সহসভাপতি জাবেদ ইকবাল আঘাতপ্রাপ্ত আহতদের দেখতে আসেন । এসময় তিনি গণমাধ্যমকে জানান, আমি খবর পেলাম রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের সন্ত্রাসী মাদক কারবারি শাহ আলম চেয়াম্যানের নেতৃতে আমার কর্মীদের উপর বর্বর হামলা করেছে। গত কয়েকদিন ধরে স্থানীয় ছাত্র জনতা রশিদ নগর ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলমের বিরোদ্ধে আন্দোলন করছে ।মাদক ব্যবসায়ী ও ভুমিদস্যূ অবৈধ চেয়ারম্যানের অপসারণের জন্য আন্দোলন করে আসছিল। আমাদের নেতাকর্র্মীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় হামলা চালিয়েছে । এখন আমাদের একটাই দাবি এমন ডাকাত ভুমিদস্যু শাহ আলমের অপসারণের দাবি জানাচ্ছি এবং তার বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হউক। ছাত্র জনতার এই দাবির উপর আমাদের সমর্থন থাকবে।
রামু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর বাবু জানান, রাশিদ নগরে ছাত্র জনতা স্থানীয় চেয়ারম্যান শাহ আলমের পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হয় । এখানে আমার উপজেলার রশিদ নগর ইউনিয়ন বিএনপির নেতা নাছির উদ্দিনসহ বিএনপির নেতার উপর এই আওয়ামী নেতা শাহ আলমের নেতৃত্বে আমার নেতার উপর হামলার নিন্ধা জানাচ্ছি ।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাদের দেওয়ান জানান, রশিদ নগরে মারামারির ঘটনা ঘটেছে । আমি এই মুহুর্তে যারা আহত হয়েছে তাদের দেখার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আছি । যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এদিকে এব্যাপারে রশিদ নগর ইউনিয়র পরিষদ চেয়ারম্যান শাহ আলমের সাথে মোবাইলে কথা বলতে বেশ কয়েকবার যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যাইনি।
Baddiehubs naturally like your web site however you need to take a look at the spelling on several of your posts. A number of them are rife with spelling problems and I find it very bothersome to tell the truth on the other hand I will surely come again again.
Fantastic beat I would like to apprentice while you amend your web site how could i subscribe for a blog site The account helped me a acceptable deal I had been a little bit acquainted of this your broadcast offered bright clear concept