সংবাদদাতা,রামুঃ
রামুর মনিরঝিলে এক অসহায় পরিবারের বসতবাড়ি জবর দখলের অভিযোগ উঠেছে। বসতবাড়ি জবর দখলকে কেন্দ্র করে বসতবাড়ির আঙ্গিনার গাছগাছালি কেটে দিয়েছে অভিযুক্তরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, কাউয়ারখোপ ইউনিয়নের মধ্যম মনিরঝিল গ্রামের বদিউর রহমানের পিতা আবুল হোসেনের নামে দীর্ঘ ৩২ বছর যাবৎ খরিদককৃত রেজিস্ট্রি দলিল ১৪ ও দলিল নং ১৩৫৭ এর জমিতে বসতঘর করে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতি একই এলাকার মৃত জাফল আলম গংদ্বয়ের ছেলে জসিম উদ্দিন, মোঃ ছৈয়দ ও মৃত মো: আলীর ছেলে মমতাজ আহমদ ও অন্যান্য সদস্যরা জোরপূর্বক জবরদখলে নিতে হুমকি দমখি অব্যাহত রাখছে। এব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বিচার সালিশ করলেও অভিযুক্তরা বিচার না মেনে ঘটনা ঘটাতে থাকে। সম্প্রতি বসতবাড়ি জবর দখল নিতে বসতবাড়ির সুপারি গাছ, কলাগাছসহ বিভিন্ন গাছগাছালি কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এব্যাপারে অভিযুক্ত জাফর আলমের ছেলে জসিম উদ্দিন জানান, মূলত বদিউর রহমানের বসতবাড়িটি আমার পিতা মরহুম জাফর আলমের নামে রেজিস্ট্রি খতিয়াতভূক্ত। বদিউর রহমানের পরিবার আমাদের জমিতে ভাড়াটিয়া হিসেবে বসতবাড়ি করছে। বাড়িতে হামলা ও গাছ কাটার বিষয়টি মিথ্যা দাবী করেন অভিযুক্ত জসিম।
ঘটনার ব্যাপারে রামু থানার পুলিশ কর্মকর্তা মাহমুদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘটনার ব্যাপারে বদিউর রহমান লিখিত অভিযোগ দিয়েছেন। এব্যাপারে শনিবার বিকালে বৈঠকের কথা রয়েছে। মিমাংসা না হলে বিজ্ঞ আদালতে মামলা করতে পরামর্শ দেয়া হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.