রামুতে বন্যাকবলিত এলাকায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

রামু প্রতিনিধি:

রামুতে টানা বর্ষনে সৃষ্ট বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী প্রদান করেছে রামু উপজেলা প্রশাসন।

৩০জুলাই শুক্রবার রামুর গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বন্যাকবলিত অসহায় প্রায় ৮০০ শত পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ।

তাছাড়া এসময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) প্রণয় চাকমা, সহকারি কমিশনার (ভুমি) রিগ্যান চাকমা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মৎস কর্মকর্তা মামুনুর রশিদ,রামু রাবার বাগান এর ব্যবস্থাপক ,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান ঈসমাইল মোঃ আবু নোমান প্রমুখ।

এদিকে উপহার সামগ্রী বিতরণকালে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার রোভার ও স্কাউট সদস্য বৃন্দ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.