রামুতে প্রশাসনিক সেবা বন্ধ করে জেলা পরিষদ নির্বাচন চলছে

নেজাম উদ্দিন,

জেলা পরিষদ নির্বাচন উপজেলা প্রশাসনিক ভবনে ভোট কেন্দ্র করার কারণে রামু উপজেলা প্রশাসনের প্রশাসনিক সেবা বন্ধ রেখেছে উপজেলা প্রশাসন।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জনিয়োছেন তারা প্রশাসনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোন ধরণের সেবা আমরা বন্ধ করা হয়নি।
উপজেলা প্রশাসনের এলাকা ঘুরে দেখা গেছে, নির্বাচন চলার কারণে উপজেলা প্রশাসনের প্রধান ফটক বন্ধ রাখা হয়েছে। গেইটে অস্ত্রসজ্জিত আনছার বাহিনী, পুলিশ মোতায়েন রয়েছে।
আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা শুধু মাত্র ভোট দিতে আসা প্রার্থীদের ভিতরে আসতে দিচ্ছে। রামু উপজেলা সরকারি ভবনে ভোট কেন্দ্র করার কারণে সেবা প্রার্থীরা সেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে জানান আগত অনেকই।
রামু উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম জানান, আমি অফিসে আছি তবে কোন সেবা প্রার্থী আসেনি। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, উপজেলা প্রশাসন সার্বিক নিরাপত্তা বিবেচনা করে উপজেলা প্রশাসনিক ভবনে ভোট কেন্দ্র করেছে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মোস্তফা জানান, রামু উপজেলা প্রশাসন সেবা বন্ধ করেনি।
সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলা প্রশাসনিক ভবনে ভোট গ্রহণ শুরু হয়ছে।
দক্ষিণ মিঠাছড়ির ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, এটি সাধারণ জনগণের ভোট নয় তাই উপজেলা প্রশাসনে ভোট কেন্দ্র করা হয়েছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, নিরাপত্তার দিক বিবেচনা করে গেইট বন্ধ রাখা হয়েছে। জরুরি সেবা গ্রহণকারিদের অফিস স্টাফগণ গেইট থেকে নিয়ে এসে সেবা প্রদান করা হচ্ছে ।
রামু সহকারী ভুমি কমিশনার নিরুপম মজুমদার জানান, সভায় সিদ্ধান্তক্রমে এখানে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
রামু থানার এসআই আমীর হোসেন জানান, আমি গেইটে দায়িত্বরত আছি। এখানে আজকে সেবাপ্রার্থী কেউ আসেনি এখন পর্যন্ত।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.