কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের রামু উপজেলার ১১নং রশিদ নগর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান এমডি শাহ আলম পরিষদে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের সেবা ও প্রশাসনিক কাজ চালু রাখতে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মালেক মাসুমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেছে।
বুধবার (১১ সেপ্টম্বর) স্থানীয় সরকার বিভাগের স্মারক নং-৪৬,০০,০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ চিঠিতে কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বিভীষণ কান্তি দাশ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল মালেক মাসুমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব অর্পন করেন।
জানা যায়, সম্প্রতি কক্সবাজার জেলার রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম.ডি শাহ আলম এর অপসারণের দাবীতে স্থানীয় পর্যায়ে আন্দোলন চলমান রয়েছে। আন্দোলনকারীরা নাগরিক সেবায় নানাবিধ অনিয়ম এবং ব্যক্তিগত ও রাজনৈতিক মতবিরোধের অভিযোগে ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেন। উদ্ভুত পরিস্থিতিতে নিরাপত্তার আশংকাসহ অসুস্থতার কারণ দেখিয়ে ইউপি চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং উক্ত পরিষদের ০৩ সদস্য বিশিষ্ট চেয়ারম্যান প্যানেল গঠন পূর্বক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ কার্যালয়ে প্রেরণ করেন।
এমন উদ্ভুত পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার স্বার্থে ০১ নং সূত্রে উল্লেখিত পরিপত্রের নির্দেশনা মোতাবেক রামু উপজেলার রশিদনগর ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য জনাব আব্দুল মালেক মাসুম, প্যানেল চেয়ারম্যান-১-কে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।
স্থানীয় নাছির জানান, রশিদ নগরে গত কয়েকদিন ধরে হাজারো মানুষ তৎকালিন চেয়ারম্যান এমডি শাহ আলমকে অপসারণের দাবিতে সড়কে নেমে পড়ে । এরই মধ্যে শাহ আলম চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিবাদকারিদের উপর হামলা চালানো হয় । এতে ২৫ থেকে ৩০জন সাধারণ মানুষ আহত হয়। চেয়ারম্যান শাহ আলমের অপসারনের মাধ্যমে সাধারণ মানুষের জয় হলো ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.