মোস্তাফিজের কাটারে টাইগারদের উৎসব

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ শেষ কবে মোস্তাফিজুর রহমান টেস্টে উইকেট শিকার করেছেন মনে করতে পারেন? মনে করিয়ে দেই। ২০১৫ সালে। অভিষেক টেস্টে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের টেস্টে বল করতে হয়নি। দুই টেস্টের ক্যারিয়ার যখন তিন টেস্টে পা রাখল মঙ্গলবার, গলে শুধু নয়, সবখানে প্রশ্ন কাটার মাস্টার শতভাগ ঠিক আছেন তো? সেই গতি, বৈচিত্র্য আছে তো? জিজ্ঞেস করুন শ্রীলঙ্কার ইনফর্ম ব্যাটসম্যান দিনেশ চান্ডিমালকে। তিনি ভালো বলতে পারবেন। লঙ্কার মাটিতে প্রথম টেস্টের প্রথম দিনে মোস্তাফিজের প্রথম উইকেটটি দারুণ দামী। অভিজ্ঞ চান্ডিমালের। মোস্তাফিজের রহস্য বল কাটারেই বধ ৫ রান করা চান্ডিমাল। তাতে এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশ উৎসবে। ৪০ ওভার শেষে ৩ উইকেটে ৯৬ রান লঙ্কানদের প্রথম ইনিংসে। অন্য দুই উইকেট নিয়েছেন শুভাশীষ রায় ও তাসকিন আহমেদ। কুশল মেন্ডিস ও আসেলা গুনারত্নে ব্যাট করছেন।

টস হেরে ফিল্ডিংয়ে নামার পর নতুন বলে প্রথম ওভারটি মোস্তাফিজই করেছেন। ২১ বছরের এই বিস্ময় পেসারকে সামলে খেলেছেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। তবে তিন পেসার তত্বে তাইজুল ইসলামকে টপকে একাদশে ঢুকে পড়া শুভাশীষ রায় প্রথম ব্রেক থ্রুটা দেন।  নিজের প্রথম এবং দিনের পঞ্চম ওভারেই উপুল থারাঙ্গাকে (৪) ফিরিয়ে দেন এই পেসার।

কিন্তু এরপর দিমুথ করুনারত্নে ও কুশল মেন্ডিস জুটি বেঁধে বাংলাদেশের সেই উইকেট উৎসবকে ধুসরই করে দিচ্ছিলেন প্রায়। তাসকিন-মোস্তাফিজরা চেষ্টা করেও ভাঙতে পারছিলেন না জুটি। তবে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে আগে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি অফস্পিনার নিজের তৃতীয় ওভারের তৃতীয় বলেই  ফিরিয়ে দিয়েছেন ওপেনার করুনারত্নকে (৩০)। শুভাশীষের মতো তিনিও উপড়ে ফেলেছেন করুনারত্নের স্টাম্প। তবে ১২৭ কিলোমিটার/ঘণ্টা গতিতে মোস্তাফিজের কাটার বুঝতে না পেরে খেলতে গিয়ে চান্ডিমাল যেভাবে মেহেদীকে ক্যাচ দিয়ে ফিরেছেন তা দেখার মতো ছিল। বোকাই বনে গিয়েছিলেন চান্ডিমাল।

বাংলাদেশ এই টেস্টে সাব্বির হোসেনকে ড্রপ করে উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাসকে নিয়েছে। কামরুল ইসলাম রাব্বি ও তাইজুল বাইরে। মোস্তাফিজ ফিরেছেন। শুভাশীষ আবার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহীম (অধিনায়ক), সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ (অধিনায়ক), সুরঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, পাডলার সান্দাকান।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.