মেসির দুর্দান্ত নৈপুণ্যে বার্সার সহজ জয়

ওয়ান নিউজ ক্রীড়া ডেক্সঃ লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ৫-০ ব্যবধানে হারালো বার্সেলোনা। দলের হয়ে মেসি একাই করেন দুই গোল। আর নেইমার, ইভান রাকিটিচ ও স্যামুয়েল উমতিতি একটি করে গোল করেন ।

লা লিগায় শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে সেল্টাকে আতিথিয়েতা জানায় বার্সা। তবে ম্যাচের শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তার করে রাখেন কাতালানরা। এ জয়ের ফলে রিয়াল মাদ্রিদ থেকে এক ম্যাচ বেশি খেলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলো বার্সেলোনা।

এ জয়ের ফলে ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল বার্সা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.