মুফতি হান্নানের ফাঁসি যে কোনো মুহূর্তে : স্বরাষ্ট্রমন্ত্রী
ওয়ান নিউজঃ নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মুফতি হান্নানের ফাঁসি যেকোনো সময় কার্যকর করা হবে, প্রস্তুতি চলছে। সচিবালয়ে বুধবার সাংবাদিকদেরকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে মুফতি হান্নান ও তার দুই সহযোগী বিপুল ও রিপনের ফাঁসি কার্যকরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) তিনজনের করা আবেদন খারিজ হয়। গত ২৭ মার্চ তিনজনই প্রাণভিক্ষা চেয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন। রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, তাদের প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করেছেন।
মুফতি হান্নান ও তার সহযোগী বিপুল গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। অন্যদিকে রিপন রয়েছেন সিলেট কারাগারে।
এদিকে কারা কর্তৃপক্ষের চিঠি পেয়ে বুধবার সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাক্ষাৎ করেছেন মুফতি হান্নানের পরিবারের সদস্যরা। বুধবার ভোর ৬টার দিকে কারাগারে পৌঁছানোর পর মুফতি হান্নানের স্ত্রী জাকিয়া পারভীন, দুই মেয়ে নিশাত ও নাজনীন এবং বড় ভাই আলী উজ্জামান সকাল ৭টা ১০ মিনিটে তার সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। তখন থেকে তারা প্রায় ৭টা ৫০ মিনিট পর্যন্ত হান্নানের সঙ্গে কথা বলেন। এরপর তারা বেরিয়ে যান।
অন্যদিকে হরকাতুল জিহাদের অন্যতম সদস্য দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি আজ (বুধবার) রাতে সিলেট কারাগারে কার্যকর করা হবে বলে কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়া। ফাঁসি কার্যকরের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট কেন্দ্রীয় কারাগারে। প্রস্তুত রাখা হয়েছে ১০ জন জল্লাদকে। পাশাপাশি জোরদার করা হয়েছে কারাগার ও এর আশপাশের নিরাপত্তা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.