মাতারবাড়িতে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

এম.এ আজিজ রাসেলঃ

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে ঘূর্ণিঝড় ইয়াসের ফলে সংঘটিত ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করেন তিনি। মানবিক এই সহায়তা বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, মাতারবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.