মহেশখালী মাতারবাড়ির চেয়ারম্যান, মাষ্টার সবাই একই রকম কেন???
একেএম বেলাল উদ্দিন, চকরিয়া
মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ভাষা দিবসে আমরা শহীদ মিনারে যাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে, কিন্তু মহেশখালী মাতার বাড়ির হাই স্কুলের শিক্ষক, চেয়ারম্যান এরা কি শ্রদ্ধা জানাতে যায়, নাকি জুতো পায়ে দিয়ে তাদের লাথি মারতে যায়? ১ম ছবিটা মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে জুতো আর ফুল এক সাথে,
২য় ছবিটি বিজয় দিবসে শহীদ মিনারে চেয়ারম্যান মাষ্টার মাহামুদউল্লাহ্ নেতৃত্বে জুতো আর ফুল এক সাথে। এই ছবি গুলো দেখে আমরা তাদের কি বলব, তারা কি সত্যিকারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যায়, নাকি শহীদের প্রতি লাথি দিতে যায়, আপনারাই বলুন, এরা আবার স্কুলের মাষ্টার ও বটে, তাদের জন্য পাকিস্তান জিন্দাবাদ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.