মহেশখালীতে দুলা ভাইয়ের হাতে শ্যালক খুন

কাইমুল ইসলাম ছোটনঃ
কথা কাটাকাটির জের ধরে মহেশখালীর মাতারবাড়ীতে দুলা ভাইয়ের হাতে শ্যালক (কফিল) খুন হয়েছেন।

১১ মে (মঙ্গলবার) বিকাল ৪ ঘটিকার সময় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কফিল উদ্দীন মৃত্যুবরণ করেন।

স্থানীয় সূত্রে জানায়, গত সোমবার মাতারবাড়ীর উত্তর রাজঘাটে কফিল উদ্দীন তার (দুলা ভাই) রুবেল এর কাছ থেকে তার পাওনা টাকা খোঁজলে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। এর সূত্র ধরে হাতাহাতি হলে কয়েকজন কফিলের উপর হামলা করে। এ সময় রুবেল কফিল উদ্দীনকে ছুরি দিয়ে আঘাত করলে মারাত্মক ভাবে আহত হয়। তাৎক্ষনিক স্থানীয়রা কফিলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যজনক চিকিৎসক চট্টগ্রাম মেডিকেলে রেফার করে দেয়।
মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় কফিল মৃত্যুবরণ করেন।

এই বিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ জানান, ওনাদের মাঝে পারিবারিক সমস্যা ছিল। এরপরে কফিল তার দুলাভাই (রুবেল) এর কাছ থেকে পাওনা টাকা খুঁজলে এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কফিল মারাত্মক ভাবে আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় কফিল মারা যান।

নিহত কফিল স্থানীয় মোক্তার আহমদের পুত্র। পরিবারিক সূত্রে জানা যায়, তারা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.