বাহারছড়ায় ডাকাতের গুলিতে কৃষক আহত, অপহরণ -১

 উপকূলীয় সংবাদদাতা 

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকার বাসিন্দা মৃত সোনালীর পুত্র:মোহাম্মদ শরীফ (৪৫) নামে এক কৃষক ডাকাতের গুলিতে গুরুত্বর আহত হয়েছে।
অপর দিকে একই সঙ্গে মোহাম্মদ উল্লাহর পুত্র: আব্দুর রহমান (১৬) নামের এক কিশোরকে ও অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহারছড়া বড় ডেইল কোনার পাড়া এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ। এদিকে গুলিবিদ্ধ শরীফের ছোট ভাই মোঃ ফরিদ জানান, আমার বড় ভাই মোহাম্মদ শরীফ তার স্ত্রী ও মেয়ে শরীফা কে নিয়ে একি এলাকার আব্দুর রহমান নামে একজন কাজের লোক নিয়ে নিত্যদিনের মত সকাল ৮টায় পাহাড়ের ভেতর পানের বরজে কাজ করেন, এসময় হঠাৎ করে ৩/৪ জন সশস্ত্র ডাকাত দল এসে তাদের কাছে জানতে চেয়েছে এদিকে বস্তা নিয়ে কোনো লোক গেছে কিনা? তখন অপহৃত ও গুলিবিদ্ধ দুজনই বলে আমরা কাউকে দেখিনি। তখন ডাকাতরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ‘কেন দেখস নাই’বলে কিছু বুঝে ওঠার আগেই স্ত্রী সন্তানের সামনে কুমরে (১ রাউন্ড গুলি করে কাজের লোককে চোখ বন্ধ করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
মোহাম্মদ শরীফ (৪৫) বড় ডেইল কোনার পাড়া এলাকার মৃত সোনালীর পুত্র: তিনি একজন কৃষক। অপরদিকে অপহৃত ব্যক্তি একি এলাকার মোহাম্মদ উল্লাহর পুত্র: আব্দুর রহমান (১৬)
তিনি আরো বলেন, ডাকাত দল গুলি করে কাজের লোক আব্দুর রহমানকে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী মাহমুদা খাতুন ও মেয়ে, শরীফা চিৎকার করলে ঘটনাস্থলে এলাকার লোকজন জড়ো হয়ে, তাৎক্ষণিক তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। ছোট ভাই ফরিদ আলম আরো জানান তার ভাই কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তবে আশঙ্কাজনক বলে ও জানান তিনি,  এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, ঘটনা শোনার পরেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
পরে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদের কাছে জানতে চাইলে তিনি জানান, শরীফ ও আব্দুর রহমান তার স্ত্রী মেয়ে নিয়ে গহীন পাহাড়ের পাদদেশে পানের বরজে কাজ করার সময় ২/৩ জন লোক এসে ইয়াবার চালানবাহী লোক দেখছে কিনা জিজ্ঞেস করে তারা অস্বীকার করলে একজনকে গুলি করেছে বলে জানিয়েছেন এবং অপরজনকে পাহাড়ের ভেতর নিয়ে যায় বলে জেনেছি, আমরা এই বিষয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অপহরণকারীদের ধরতে ও বিভিন্ন কৌশল চালাচ্ছেন বলে জানান পুলিশ।

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.