আবদুর রশিদ ,নাইক্ষ্যংছড়ি
পার্বত্য নাইক্ষ্যংছড়ির বাইশারীতে জাঁকজমকপূর্ণ ভাবে ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট ২০২২) বিকাল ৪টায় বাইশারী স্কুল ও কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।
এ খেলার আয়োজক কতৃপক্ষ উত্তর বাইশারী ফ্রেন্ডশিপ সংস্থা। আর টুর্নামেন্টের নাম উত্তর বাইশারী ফ্রেন্ডশীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ সদস্য ও নাইক্ষ্যংছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।
উদ্বোধক ছিলেন বাইশারী ইউনিয়ন যুবলীগ সভাপতি একরামুল হক রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাইশারী ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলম,বাইশারী খেলোয়াড় এসোসিয়েশনের আহ্বায়ক রেজাউল হক ভুট্টো,ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি সালেহ নুর করিম রিপন ও বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার কামাল হোসাইন।
শুক্রবার উদ্বোধনী খেলায় একদিকে অংশ নেয় উত্তর বাইশারী মার্মাপাড়া ফুটবল একাদশ বনাম দক্ষিণ বাইশারী পেঠান আলী পাড়া ফুটবলএকাদশ। খেলায় মার্মা ২-০ গোলে জয় লাভ করে।
শনিবার বিকেলে একই মাঠে অনুষ্ঠিত হবে
বাইশারী হলদিয়াপাড়া ফুটবল একাদশ বনাম পিএইচপি
রাবার প্ল্যান্টেশন ফুটবল একাদশ ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.