আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ
বান্দারবানের নাইক্ষ্যংছড়ি বাইশারীতে ইউনিয়ন পর্যায়ে
আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে (১৮ মে বুধবার) বাইশারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে আন্ত প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম জাহাঙ্গীরের সঞ্চালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী শিক্ষা অফিস আকতার উদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি। তিনি বলেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত উন্নত দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। শিক্ষার্থীরাই দেশের শ্রেষ্ঠ সম্পদ। আর এ বিষয়টি মাথায় রেখে বর্তমান শিক্ষা বান্ধব সরকার শিক্ষাখাতকে অগ্রাধিকার দিয়ে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবায়েদ নাহিদ নুর, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মংলাক্য মার্মা সাধারণ সম্পাদক মোঃ বেলাল বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোসাইন, করলিয়ামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলম হেলালী, নারিচবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংলায়েই মার্মা মিরঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুল হাসান,ইদগড় হেড়ম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক ওবায়দুল করিম রাঙ্গাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক লুৎফুর রহমান, ক্যাংগারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলানু মার্মা,ফারিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান চাইলাউ চাক তুফান আলী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওজত আরা প্রমূখ ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.