মোঃ নেজাম উদ্দিন,
কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের নদী (সিংহী) অসুস্থ হয়ে পড়েছে। গত ফ্রেরুয়ারী মাস থেকে নদী নামের সিংহীটি অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে।
সাফারী পার্ক কর্তৃপক্ষ জানান, গত ২ ফ্রেরুয়ারী সম্রাট (পুরুষ সিংহ) এর সাথে মারামারি করলে নদীর (সিংহী) গলায় বেশ বড় আঘাত পায়। এর পর ক্ষতস্থান থেকে পানি ঝরতে থাকলে চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুপন নন্দীর তত্ত¦াবধনা চিকিৎসা চলতে থাকে । দিনদিন নদীর (সিংহী) অবস্থা খারাপ হলে ভেটেরিনারি ডাক্তার মোস্তাফিজুর রহমানের তত্ত¡াবধানে চিকিৎসা চলমান থাকে। এরপরেও সিংহীর গলার ক্ষতস্থান ভাল না হলে ভেটেরিনারি ডাক্তার চকরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাতেম সাজ্জাত জুলকার নাইন গত ২৮ ফ্রেরুয়ারী চট্রগ্রাম ভেটেরিনারি ও নিমেল সাইন্স বিশ^বিদ্যালয়ের ৫জন ডাক্তারের সমন্ন্যয়ে একটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছিল। অবস্থার কোন উন্নতি না দেখে১এপ্রিল আবারো ৪ সদস্য বিশিষ্ট আরেকটি টিম কগঠন করে বর্তমানে চিকিৎসা চলমান আছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধ সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, নদী (সিংহী) ও সম্রাট( সিংহ) গত ফ্রেরুয়ারী মাসে নিজেদের মধ্যে দৈহিক সম্পর্ক করা কালিন দুই পক্ষই হিং¯্র হয়ে একে অপরের উপর আক্রমন করে বসে । এত স¤্রাট কিছু আঘাত প্রাপ্ত হলেও তা ওষুধ এর মাধ্যমে সেরে যায় । তবে নদী (সিংহী) গলার ক্ষতস্থান থেকে পানি ঝরতে থাকে । শুরু থেকে ডাক্তার দেখালেও কোন উন্নতি দেখা যাচ্ছেনা । এখন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে।
২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৪:৩৫
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.