ওয়ান নিউজ ডেক্সঃ
মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে এনায়েতপুরি নামে একটি ফেরি বাংলাবাজারের উদ্দেশ্যে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারায় চার যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এর আগে শাহপরান একটি ফেরিতে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, কিশোরসহ পাঁচজনের মৃত্যু হয়েছে ফেরিতে। হয়তো গরম ও হিটস্ট্রোকের কারণে মৃত্যু হতে পারে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.