নিজস্ব প্রতিনিধি রামু :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে ভিন্নধর্মী আয়োজন করেছে রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ। প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে ৩০০ জন অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ।
জন্মদিন উপলক্ষে আয়োজিত কর্মসুচির অংশ হিসাবে ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার ভোর ৬: ৩০ মিনিটের সময় রামু উপজেলা জামে মসজিদে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে শহীদ মিনারে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক আবু বক্করের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালী।
এতে অন্যন্যাদের মধ্যে রামু উপজেলা সৈনিক লীগ সভাপতি মিজানুল হক রাজা, সদর ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এমইউপি আজিজুল হক আজিজ,এমইউপি মোহাম্মদ ইউনুছ,সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসাইন সহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন,দেশরত্ন শেখ হাসিনার জন্মদিনে রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিবছরের ন্যায় এটি ভিন্ন রকম আয়োজন,আমরা দোয়া মাহফিল ও আলোচনা সভা পরবর্তী সমাজের ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সদা প্রস্তুত।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.