প্রধানমন্ত্রীর সমাবেশে অংশ নিতে সকাল থেকে লাখো মানুষের ভিড়

মোঃ  নেজাম উদ্দিন,

আজকে ককক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সমাবেশে জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা সকাল থেকে আসতে শুরু করেছ। আজ( ৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।
সকাল ১১ টা থেকে শুরু হওয়া সমাবেশে শুরুতে উপজেলা ও জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আনন্দ মিছিল নিয়ে জমায়েত হতে থাকে।
শহরের কলাতলীসহ বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিল সহকারে সভাস্থলে জমায়েত হতে থাকে।
এদিকে সমাবেশে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরো জেলা নিরাপত্তার চাদরে রেখেছে সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম হাজারো নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেছেন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.